আমি চোখে দেখিনা/ Ami Chokhe Dekhina Poem by Rhymer Rhymer

আমি চোখে দেখিনা/ Ami Chokhe Dekhina

একেবারে তরুণ
সবে মাত্র হয়তো ভর্তি হয়েছে
স্কাই ব্লু জিন্স পড়া
চোখ ধুয়ে নিচ্ছে বার বার
চোখের সাইডে একটু গর্তের মতো রক্তের দাগ
হঠাৎ ভাই আমি চোখে দেখি না
ভাই আমি চোখে দেখি না
শর্ট গানের গুলি আজ আর পা লক্ষ্য নয়
সোজা মাথায় টারগেট
কিসের আন্দোলন চলে বাংলাদেশে?

Tuesday, August 7, 2018
Topic(s) of this poem: freedom of speech
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success