আমি পুরুষ দেখতে চাই (Ami Purush Dekhte Chai) Poem by Arun Maji

আমি পুরুষ দেখতে চাই (Ami Purush Dekhte Chai)

Rating: 5.0

পুরুষ মানেই
আগুন নিয়ে খেলা;
মৃত্যুকে ব্যাঙাচি বানিয়ে,
কাসুন্দি মেখে গপ গপ গেলা।

পুরুষ মানেই
হা হা অট্টহাসি।
দুঃখের সাগরে ডুবে ডুবে
চোখের জলে ভেসে ভেসে
হা হা অট্টহাসি।

পুরুষ মানেই
শালা, দেখে নেবো তোকে!
ওরে মৃত্যু, ওরে হাহাকার
আয় শালা, সদলবলে আয় তুই
আমিও এবার দেখে নেবো তোকে।

পুরুষ মানেই
জরা জীর্ণ জীবনের নাকে
ঘনঘন সুড়সুড়ি দেওয়া।
দারিদ্র্য অপমান তাচ্ছিল্যকে,
ভীষণই তাচ্ছিল্য করে
একটু জীবনের স্বাদ নেওয়া!

পুরুষ মানেই
আজ মরলে যদি কাল দুদিন
তবে কেঁদে কেঁদে কেন মরা?
মরবে যদি সবাই একদিন
তবে ছুঁচো ছারপোকা সম কেন মরা?

পুরুষ মানেই
লম্বা চওড়া গোঁফওয়ালা পুরুষ নয়।
যে নারী কুড়ুল আঘাতে
শুম্ভ নিশুম্ভের বুক চিরতে পারে
সেও কম পুরুষ নয়!

আমি পুরুষ দেখতে চাই।
পা চাঁটা, পাছা চাঁটা
কুকুর ভেড়া শুয়োর দেখতে দেখতে
ক্লান্ত অসুস্থ আমি;
আমি তাই পুরুষ দেখতে চাই।

ওহে বঙ্গ মাতা,
একটাও কি
অন্ডকোষযুক্ত পুরুষ আছে তোমার বুকে?
তাকে আমি
আমার প্রণাম জানাতে চাই।

© অরুণ মাজী

আমি পুরুষ দেখতে চাই (Ami Purush Dekhte Chai)
Friday, October 13, 2017
Topic(s) of this poem: bravery,courage,lion,man
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success