অমিতাভ মালিক অমর রহে (Amitabh Malik Amar Rahe) Poem by Arun Maji

অমিতাভ মালিক অমর রহে (Amitabh Malik Amar Rahe)

Rating: 5.0

'ওহে বিউটি রানী,
অমিতাভ ডাকো
কণ্ঠে তোমার অমিতাভ নাম শুনি।'

ঘুমায়ে গেছে দামাল ছেলে
ঘুমায়ে গেছে স্বপ্ন
ঘুমায়ে গেছে অমিত কণ্ঠে
বিউটি নামের বর্ণ।

ঘুমায়ে গেছে যুবতী ভার্যার
রঙিন রঙিন স্বপ্ন
ঘুমায়ে গেছে বৃদ্ধা মায়ের
কানাকড়ি সম রত্ন।

ঘুমায়ে গেছে মানব বুদ্ধি
ভোট বাক্সের খাঁজে।
ঘুমায়ে গেছে প্রতিবাদ যত
স্বার্থপরতার ভাঁজে।

তবে কে জেগে আছে?
কে রাতে রক্তের নদী আঁকে?
তবে কে গুনে ভোটবাক্স?
কে, মসনদের পথে হাঁটে?

কাদের হাতে রাজদণ্ড
ঝুলিতে গোলা বারুদ?
কাদের হাতে রক্তের দাগ
নিঃশ্বাসে অগ্নি-মরুৎ?

রাজা সাজবে মস্ত মহারাজা
চায় গরীব বুকের রক্ত।
রাজা তাই দাঁতে ধার দেয়
উদ্দীপ্ত তার ভক্ত।

ঝরেছে রক্ত কত কত নদী
অতৃপ্ত তবুও রাজা।
ভোট চাই, আরও ভোট চাই
হাঁকে রাক্ষস রাজা।

কাঁদে বিউটি, কাঁদে গীতাদেবী
কাঁদে দরিদ্র সর্ব্বহারা।
অশ্রু আড়ালে অট্টহাসি হাসে
রাজা আনন্দে আত্মহারা।

অমিত বিক্রমী অমিতাভ তুমি
অমিত শোভা তোমার।
তোমার রক্ত হবে না ব্যর্থ
এ প্রতিশ্রুতি আমার!

শোন হে রাজা, শোন পাষন্ড
মম বিধবা বোনের কান্না।
তোমারও স্বপ্ন, হবে বিবর্ণ
তোমারও, বইবে অশ্রু বন্যা।

অমর রহে,
অমিতাভ মালিক অমর রহে।

কবিতায়, অমিতাভ মালিককে
অরুণ মাজীর প্রণাম।

অমিতাভ মালিক অমর রহে (Amitabh Malik Amar Rahe)
Sunday, October 15, 2017
Topic(s) of this poem: death,life,politics
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success