আঁশটে প্রেম (Anshte Prem) Poem by Arun Maji

আঁশটে প্রেম (Anshte Prem)

Rating: 5.0

আমার ভালোবাসার মধ্যে
ঘৃণাও একটু ছিলো।
নইলে তোমার কথা ভাবতে গিয়ে
হোঁচট খেলাম কেন?

আমার চাওয়ার মধ্যে
একটু না চাওয়াও ছিলো।
নইলে চুমু খেতে গিয়ে তোমায়
কামড়ে দিলাম কেন?

আমার নিরামিষ প্রেমে
একটু আঁশটে গন্ধও ছিলো
নইলে তোমাকে পূজা করতে গিয়ে
বুকে কামনার আগুন জ্বললো কেন?

আমার ঐ দোষ
পবিত্র গঙ্গাজল হতে পারি না।
পুড়িয়েছি,
অনেক পুড়িয়েছি নিজেকে-
ত্যাগের আগুনে, সত্যের আগুনে
তবুও বিশুদ্ধ হতে আমি পারি না।

সত্যি কথা বলতে কি
তোমার তুলতুলে বুক না হলে
নিদ্রা আমার আসে না।
তোমার ঠোঁটের মধু না হলে
পেট আমার ভরে না।
তোমার নখের আঁচড় না হলে
হৃদয়টা আমার গায় না।

নিরামিষ প্রেমে
হয়তো কবিতা লেখা যায়।
কিন্তু গোটা একটা
জীবন আঁকা যায় না।

মাংসাশী ইতর বলো আমাকে
তাও সই।
কিন্তু বিশ্বাস করো
তোমার তুলতুলে বুক বিনা
নিদ্রা আমার আসে না।

পুড়িয়েছি,
অনেক পুড়িয়েছি নিজেকে-
ত্যাগের আগুনে, বৈরাগ্যের আগুনে।
তবুও বিশুদ্ধ হতে আমি পারি না।
তবুও আমার প্রেমের
আঁশটে গন্ধ কখনো ছাড়ে না।

আমার নিরামিষ মার্কা প্রেমে
আঁশটে গন্ধ এখনো অনেক আছে।
নইলে তোমাকে পূজা করতে গিয়ে
বুকে কামনার আগুন জ্বলে কেন?

© অরুণ মাজী
Painting: John William Godward

আঁশটে প্রেম (Anshte Prem)
Thursday, September 28, 2017
Topic(s) of this poem: bangla,desire,love,passion
COMMENTS OF THE POEM
Mahua Chatterji 20 April 2018

Just mind blowing

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success