আপন চুল ছিঁড়তে থাকি (Apon Chul Chhinrte Thaki) Poem by Arun Maji

আপন চুল ছিঁড়তে থাকি (Apon Chul Chhinrte Thaki)

Rating: 5.0

গান্ধী টুপির আড়ালে যারা
বিভাজনের বিষ লুকিয়ে রাখে
ইচ্ছে হয়-
তাদের মস্তকদেশে
জোঁক আর ছারপোকা ছেড়ে দিই।
কিন্তু বুদ্ধ শিষ্য আমি-
হিংস্র হতে তো পারি না;
তাই আপন চুল ছিঁড়তে থাকি।

সাদা কাপড়ের আড়ালে যারা
পুতনা রাক্ষসীর মতো
হিংস্র হায়নার দাঁত লুকিয়ে রাখে;
ইচ্ছে হয়-
মুখে তাদের
চুনকালি আর লঙ্কা মেখে দিই!
কিন্তু বুদ্ধ শিষ্য আমি-
হিংস্র হতে তো পারি না;
তাই আপন চুল ছিঁড়তে থাকি।

রাম নামাবলী গায়ে যারা
মানুষকে,
ঘৃণ্য অপাঙতেয় করে রাখে;
ইচ্ছে হয়-
তাদের চর্বি ঢাকা টুঁটি চেপে ধরি!
কিন্তু বুদ্ধ শিষ্য আমি-
হিংস্র হতে তো পারি না;
তাই আপন চুল ছিঁড়তে থাকি।

পান্ডিত্য, মানবতার আড়ালে যারা
তাদের- নগ্ন নপুংসকতা ঢাকে;
ইচ্ছে হয়-
আন্ডারপ্যান্টে তাদের
বিষাক্ত কাঠ-পিঁপড়ে ছেড়ে দিই!
কিন্তু বুদ্ধ শিষ্য আমি-
হিংস্র হতে তো পারি না;
তাই আপন চুল ছিঁড়তে থাকি।

© অরুণ মাজী

আপন চুল ছিঁড়তে থাকি (Apon Chul Chhinrte Thaki)
Thursday, August 24, 2017
Topic(s) of this poem: bangla,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success