আশ্রাফুলের মুল লক্ষণ কি/ Ashrafuler Mul Lokhon Ki Poem by Rhymer Rhymer

আশ্রাফুলের মুল লক্ষণ কি/ Ashrafuler Mul Lokhon Ki

মানুষ আশ্রাফুল মাখলুকাত কি কারণেঃ
অনেকে বলেন বিবেক থাকার কারনে
আল কোরান আরও বড় কিছু বলেছেন
আল কোরান মারিফাত এর দিকে অঙ্গুলি দেখিয়েছেন
আল্লহ রাব্বুল ইজ্জাত যে আমানত দিয়েছেন তার হক আদায় করতে বলেছেন
আর এই হক আদায় করতে গেলে প্রথমে নিজের হক আদায় করতে হবে
মানুষের নিজের হক হল "নিজেকে জানা"
" know thyself"!
আল্লাহ আমাদের কি মূল্যবান জিনিস দিয়েছেনঃ
ক)ওয়া নাফাখতু ফি'হি মির রু'হি/ আল্লাহ নিজের রুহ ফুঁকে দিয়েছেন...হিজর/২৯
খ)আল্লাহ মানুষকে নিজের সুরতে সৃজন করেছেন...হাদিসে কুদসি
গ)আল্লাহ মানুষকে নিজ ফিত্রাত বা স্বভাবে সৃজন করেছেন...রুম/৩০
এই দানের কারণে মানুষ আশ্রাফুল মাখলুকাত। রুহের কথা কোরানে বলা আছে তা আল্লাহর হুকুম/ আম্রে রাব্বি...বনি ইস্রাইল ৮৫।
বিরাট শক্তির আঁধার মানুষ তা আল্লাহিয়াত শক্তি।
মানুষের চেহেরা আল্লাহর চেহেরা; তাই কাউকে আঘাত করলে চেহেরায় আঘাত নিষেদ আছে।
আল্লাহর রুপ বা প্রকৃতির কথা কোরানেই আছে
এ প্রকৃতির সন্ধানে যে পাগল হয় তার কাছেই তা ধরা দেয়।
আর শরিয়তের গণ্ডিতে তা দেখা সম্ভব নয়
শরিয়তের মাপে আল্লাহর রুপ প্রক্রিতিহিন কিন্তু তরিকত টা অস্বীকার করে
এই রুপ দেখার বিদ্যাই এল্মে মারিফাত
এ রুপ দেখার সাধনা হয় নিবেদনের আর আত্মবিস্মরণের
আমি আয়নাতে আ্মাকে দেখি
যাকে আয়নাতে দেখি সে কিন্তু আমি নই
সত্যিকার আমিকে দেখতে হয় ক্কুলুবের আয়নাতে
আর কাল্বের আয়নাতে যাকে দেখে বিমোহিত হয়ে চিৎকার দিয়ে উঠবো শরিয়ত তা মানবে না
অথচ বিধানই এটা যে, শরিয়ত ছাড়া তরিকত ন্‌য়, আর তরিকত ছাড়া শরিয়ত ফলহীন ব্রিখখ।
মনের আয়নাতে সব দূর হয় আর উপলব্দ হয় " মান আরাফা নাফসাহু ফাক্কাদ আরাফা ররাব্বাহু"
যে নিজেকে চিনেছে শে তার পালনকারীকে চিনেছে
এ রুপ দর্শন অর্জন হয় অনুকরণ অনুসরণ দাসত্ববরণের পথে
কে সে যে উছ্বাতুনহাছানা তাকে হুবহু অনুসরনে রুপ দেখা যায়, ধরা যায় আর বরণ করা যায়
তাঁর কাছে বিক্রি হতে হবে সব কিছু খুইয়ে... না হলে আল্লাহ যে আমানত দিয়েছেন তার হক্ এ জনমে আদায় হবে না।। এই আনতের উপলব্দিকারী বান্দারাই আশরাফুল মাখলুকাত।
বাকিরা পশু স্তরেই রয়ে যাবে হায়




মুলঃ সুফি সাধক, গাওসুল আজম সাইয়েদ রশিদ আহমদ জৈনপুরী রহঃ সংলাপ সমগ্র পড়ে লেখা ।

Wednesday, January 2, 2019
Topic(s) of this poem: human and animal,human being
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 02 January 2019

exactly written- সত্যিকার আমিকে দেখতে হয় ক্কুলুবের আয়নাতে

2 0 Reply
RUS MER 03 January 2019

thank you very-much dear good hearted poet may allah bless you! !

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success