একা থাকা অনেক ভালো Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

একা থাকা অনেক ভালো

খারাপ মানুষের সঙ্গে থাকার চেয়ে
একা থাকা অনেক ভালো
ঝগড়া নেই, ভাগাভাগি নেই
কোলাহল নেই
সুখের মাত্রা একটু কম হলেও
সুখ ও শান্তি... দুইই আছে
লক্ষ্য করে দেখেছি...
একা থাকলে
নতুন গল্পের প্লট মাথায় আসে
নতুন কবিতা জন্ম নেয়
সমস্যার সমাধান সূত্র পেয়ে যাই
একা থাকা মানুষেরা বলেন
একাকীত্ব উদ্ভাবনী শক্তি বিকাশের
গোপন চাবিকাঠি
কথাটি শুধু সত্য নয়, পরীক্ষিত সত্য
তাছাড়া আমরা সকলেই
আসি একা, যাই একা
সমস্যার সাথে লড়াই করি একা
কর্মফল ভোগ করি একা
কেউ সঙ্গে থাকে না
তাই একা থাকতে ভয় কিসের?
যে একা থাকতে পারে
সে তো সুখী মানুষ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success