পশুত্বের পথে যাত্রী কি অরুণ মাজী একা? (Beastification Of Human) Poem by Arun Maji

পশুত্বের পথে যাত্রী কি অরুণ মাজী একা? (Beastification Of Human)

Rating: 5.0

পৃথিবী বদলে যাচ্ছে? অথবা আমরা বদলে যাচ্ছি?

সূর্য এখনো পূর্ব দিকে উঠে। পৃথিবী এখনো সূর্যকে চক্কর মারে। জল এখনো উঁচু থেকে নীচুতে গড়িয়ে পড়ে। ফুল এখনো সুগন্ধ ছড়ায়। সূর্য পৃথিবী নদী ফুল- এখনো তাদের আপন ধর্ম বজায় রেখেছে। কিন্তু মানুষ?

আমরা বলি- মানুষ কেমন বদলে যাচ্ছে! কেমন সেই বদল? বনমানুষের মতো দেখতে, আমার পূর্ব পুরুষকে কখনো দেখি নি আমি। আমার বাবা বা ঠাকুরদা কিন্তু, আমার মতোই দেখতে ছিলো। তবুও আমি অরুণ মাজী কি বদলে গেছি?

হয়তো গেছি। তবে আমার পূর্ব পুরুষের সাপেক্ষে নয়। আমার নিজের সাপেক্ষেই আমি বদলে গেছি। ছোট বেলায় কত হাসতাম আমি। আজ আমি হাসি না। ছোট বেলায় কত খেলতাম আমি। আজ আমি খেলি না। ছোট বেলায় কতবার "মা মা" বলে, মায়ের গলা জড়িয়ে ধরতাম আমি। আজ আমি ধরি না।

বদলে গেছি গো, ভীষণই বদলে গেছি আমি। বড় মানুষ হতে গিয়ে, কেমন যেন হিংস্র এক পশু হয়ে গেছি আমি। আকাশ ছুঁতে গিয়ে, নরকের অন্ধকারে পৌঁছে গেছি আমি। সুখ খুঁজতে গিয়ে, ঝুলি ভর্তি দুঃখ কুড়িয়েছি আমি। সুন্দরের সাধনা করতে গিয়ে, কদর্যতার কালি মেখেছি আমি। মালবিকার আলিঙ্গনে ঘুমোতে গিয়ে, কোন এক বেশ্যা রমণীর স্বপ্নে বুঁদ হয়ে আছি।

পশুত্বের পথে যাত্রী কি অরুণ মাজী একা? তোমরা কেউ নও?

© অরুণ মাজী
Painting: Aaron Westerberg

Saturday, May 26, 2018
Topic(s) of this poem: animal,bangla,cruelty,human,human and animal,love
COMMENTS OF THE POEM
Alam Sayed 26 May 2018

A Powerful message. Powerful expression.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success