১
হয় তো বা আমি তার
অহংকার ছিলাম না কখনো।
প্রকাশ্যে আনতে তাই ভয় ছিল।
সে বলত - হারাবার ভয়।
অথচ হারায় জেনো সে জিনিস
যাকে এতো অবহেলা ক'রে
রেখেছ যে খেয়াল করো নি।
২
তোমার দূরত্বকে আলো ভেবে
আমি আজ পথ হেঁটে যাব।
যতদূর দেখা যাবে ততদূর তোমার আঙিনা।
ঝাঁট দাও, লেপে দাও মাটির প্রলেপ।
যদি আর কথা নাই হয়
তবু জেনো ভালোবাসা ছিল,
সূর্য ডোবার পরও যেমন কিছুটা ক্ষণ আলো থেকে যায়।
সেইক্ষণটুকু নিয়ে বাকিটা রাস্তা আমি দূরত্ব বাড়াবো।
তোমার পথের টান যতখানি রোমাঞ্চিত করে,
পৌঁছলে মনে হয় সাধারণ কোনো পান্থশালা।
৩
বিস্ময় তোমার কাছে বালকের মতন সহজ।
তাই তুমি বিচ্ছেদে এতটুকু চমকিত নও।
যেন এ হওয়ারই ছিল। দিনক্ষণ জানা ছিল আগে।
আঘাতের উৎসব তাই এতো সাজানো গোছানো।
যদি বলো এ জগতে আলোর থেকেও গতিশীল -
আমি জানি- ভুলে যাওয়া, পুরাতন মানুষের স্মৃতি।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem