মুম্বাই নগরী (Bengali Sonnet) Poem by Dipankar Sadhukhan

মুম্বাই নগরী (Bengali Sonnet)

আরব সাগর তীরে মুম্বাই নগরী।
এমন বাণিজ্য স্থল নেই কোনখানে।
কতলোক কাজ করে রাত্রিতে ও দিনে
ট্রেন চলে, বাস চলে, চলে কত গাড়ি।
কত যে প্রাসাদ আছে, আছে উঁচু বাড়ি।
যেখানে তারারা থাকে, বড় খুশি মনে।
কতলোক যায় আসে, বিবিধ কারণে।
দিন রাত পাহারায় কত যে প্রহরী।

তুমি তো নগরী নও, জাদুকরী মেয়ে।
বারেবারে মুগ্ধ তব অপরূপ রুপে।
তোমার কাছে পেয়েছি সেবা বারেবারে।
নিয়েছ জায়গা করে আমার হৃদয়ে।
তাই আবার আসিব তোমার সমীপে।
করেছ জীবন দান; ভুলি তা কি করে।

© দীপঙ্কর সাধুখাঁ
(রচনাকাল: ০২/১০/২০১৭।)

This is a translation of the poem The City Of Mumbai by Dipankar Sadhukhan
Tuesday, October 3, 2017
Topic(s) of this poem: nature
POET'S NOTES ABOUT THE POEM
***এটি একটি পেত্রার্কীয় সনেট। অষ্টকের মিলবিন্যাস- কখখক, কখখক। ষষ্ঠকের মিলবিন্যাস- গঘঙ, গঘঙ।

*** ছন্দ: অক্ষরবৃত্ত। পর্ব: ৮ ও ৬ মাত্রার।
COMMENTS OF THE POEM
Close
Error Success