জুতো জোড়া ।। হেনরী চার্লস বুকোবস্কি (Bengali Version Of Shoes) Poem by Rahman Henry

জুতো জোড়া ।। হেনরী চার্লস বুকোবস্কি (Bengali Version Of Shoes)

Rating: 5.0

যখন যুবক তুমি
দরজার গোড়ায় পড়ে থাকা
মেয়েদের
একজোড়া হাইহিল জুতোই
তোমার অস্থি-মজ্জায়
আগুন ধরিয়ে দেবার জন্য
যথেষ্ট;

যখন বৃদ্ধ তুমি
সেই এক জোড়া জুতোই
যথেষ্ট
আগের মতই
তোমার সমগ্রতায়
আগুন ধরিয়ে দেবার জন্য,
যদি তুমি বোঝো
শূন্য
নিঃসঙ্গ এই জুতো
এগুলো পড়বার
কেউ নেই।



* Bengalized by Rahman Henry

** Original:


Shoes - Poem by Charles Bukowski

This is a translation of the poem Shoes by Charles Bukowski
Monday, December 7, 2015
Topic(s) of this poem: alone,life,lifestyle,love,love and life,realization,sigh
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success