ঘরে ফিরে তারা স্ত্রীদের বলেছিলো,
যে, জীবনে কোনও একবারও,
আমার মতো কাউকে চেনেনি জানেনি,
অথচ... তারা ঘরে ফিরেছিলো।
তারা বলেছিলো আমার বাড়ি চেটে তোলা ঝকমকে,
এমন কিছু বলিনি যা আঁতে ঘা দেয়,
আমার রয়েছে রহস্যঘন পরিবেশ,
কিন্তু... তারা ঘরে ফিরেছিলো।
সবার ঠোঁটে ঠোঁটে আমার শংসা,
তারা পছন্দে নিয়েছিলো আমার হাসি, রসিকতা, নিতম্বদ্বয়,
কাটিয়েছিলো এক রাত, বা দু্রাত কিংবা তিন।
অথচ...
* Bengalized by Rahman Henry
** Original:
The Went Home- Poem by Maya Angelou