নক্সভিল টেনিসি ।। নিকি জিওভান্নি (Bengalization Of Knoxville Tennessee) Poem by Rahman Henry

নক্সভিল টেনিসি ।। নিকি জিওভান্নি (Bengalization Of Knoxville Tennessee)

নক্সভিল টেনিসি ।। নিকি জিওভান্নি


সর্বদা গ্রীষ্মকালটাই আমার সবচে
পছন্দের
বাবার বাগান থেকে
তাজা ভূট্টা খেতে পারবে তুমি
আর ঢেঁড়স
আর সব রকমের সবুজ শাক
আর বাঁধাকপি
অার অনেক অনেক শিকভাজা খাবার
আর ঘোল
আর ঘরে বানানো আইসক্রিম
গির্জাচত্বরে বনভোজন
আর ধর্মীয় সুসমাচারের
গান শোনা
আর গির্জা ছেড়ে
ঘরে ফেরা
আর দাদিমার সাথে পাহাড়ে পাহাড়ে যাওয়া
আর খালিপায়ে হাঁটা
কেবল বিছানায় গিয়ে নয়
সারাক্ষণ
উষ্ণ থাকা
.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

This is a translation of the poem Knoxville Tennessee by Nikki Giovanni
Sunday, December 4, 2016
Topic(s) of this poem: music,summer
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success