তোমার গান Poem by Biswadip Das

তোমার গান

তোমার গানের ভুবনজোড়া আসনখানি পাতা,
তোমার গান আকুল মনে জাগায় ব্যাকুলতা।
তোমার গানে দিন ফুরালো প্রভাত হলো রাতি,
অন্ধতামসী নিশার আঁধারে নিভিয়ে ঘরের বাতি।
তোমার গানে ভোর হলো প্রভাত পাখির ডাকে,
তোমার গানের সতেজ বাতাস বৃক্ষে শাখে শাখে।
তোমার গানে পাল তুলে দিয়ে দূর সমুদ্রে ছোটে,
ঊষার আলো অঙ্গে মেখে কদম্ব কেতকী ফোটে।
তোমার বাণী পথ দেখাল অন্ধ ভীরু জাতিকে,
সুরের ছোঁয়ায় যাক মুছে যাক মলিনতা সব আজিকে।
তোমার গানের স্পর্শে আমার হৃদয় হলো স্নাত,
তোমার গানে বেঁচে থাকা মৃত্যুও মোর অজ্ঞাত।

POET'S NOTES ABOUT THE POEM
Dedicated to our beloved Gurudev Rabindranath Tagore
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success