প্রেম এখন Poem by Biswadip Das

প্রেম এখন

প্রেম অতি বিষম বস্তু যায় না তারে বোঝা,
বৃথাই শুধু কষ্ট করে মনের গভীরে খোঁজা।
প্রেম এখন বইয়ের পাতায় ইন্টারনেটের ব্লগে,
আধুনিক এই প্রেমের সংজ্ঞা বিশ্বায়নের যুগে।
তোমার আমি আমার তুমি কবে হয়েছে শেষ,
শরৎবাবু, রবি কবির ভাষাই ছিল বেশ।
গাড়ি, বাড়ি, চাকরি প্রেমে এ সবই চাই,
পকেট যদি গড়ের মাঠ তোমার আশা নাই।
প্রেম হল বর্তমানে এক গুরুত্বপূর্ণ শিক্ষা,
নাকি সুবিধাবাদী পৃথিবীতে শর্তসাপেক্ষ ভিক্ষা।

POET'S NOTES ABOUT THE POEM
In this poem the poet wants to express the scenario of today's society where LOVE has became only a showoff. The true meaning of love is missing and now it comes with terms and conditions.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success