আমার মেয়ে Poem by Biswadip Das

আমার মেয়ে

ছোট্ট আমার মেয়ে,
বাড়িময় দাপিয়ে বেড়ায় আনন্দে নেচে গেয়ে।
পুতুল তার সাথী, সাথী ছবির বই,
স্কুলে পড়া করার সময় তার কই।
ছবি আঁকে দিব্যি, গানটা গায় ভালো,
সারা ঘরে ছড়িয়ে পড়ে দীপ্তিময় আলো।
যখন তার অশ্রু ঝরে মনের কোনো দুঃখে,
বেদনা তখন আঘাত করে আমার হৃদয় বক্ষে।
একদিন সে যাবে চলে আমাদের ছেড়ে,
পুতুল খেলার ঘর থাকবে পিছে পড়ে।
এমনও তো হতে পারে বয়সটা তার নাই বা বাড়ে,
সারা জীবন পাই যেন তারে ছোট্ট মেয়ে করে।

POET'S NOTES ABOUT THE POEM
Poet expressed the emotional bonding between father and daughter
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success