বস্তু বা বিষয়ের জাহের বা বাতেন কি? (Bostu Ba Bishoyer Jaher Ba Baten Ki)) Poem by Rhymer Rhymer

বস্তু বা বিষয়ের জাহের বা বাতেন কি? (Bostu Ba Bishoyer Jaher Ba Baten Ki))

এল্মে জাহের ধরুন, আকায়েদের এলেম(ইমান বা বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট/তাউহিদ, কিয়ামত, ফেরস্তা, পরকাল) ,
আমলের এলেম(নামাজ, রোজা, হজব, জাকাত‌) ,
এল্মে মোয়ামেলা(ব্যাবহারিক জীবনের দিকগুলি)
এ সকল ইবাদত জাহেরি ইবাদত বা এল্মে জাহের!
এম্লে মোকাশাফা ই হল এল্মে বাতেন
এ বিষয়গুলি দেলের সাথে সংশ্লিষ্ট
(যেমন- তাওয়াক্কুল, ছবর, শোকর, কানায়াত, তাছলিম, এখলাছ ইত্তাদি বাতেনি ইবাদত বা এলেম)
যা অর্জন করতে হবেই আর অস্বীকার করলে আপনার জাহেরি ইবাদত পূর্ণ হবে না
কিছু খারাপি আছে যেগুলি বর্জন করতে হবেই
(যেমনঃহিংসা, ঘৃণা, লোভ, রিয়া, হাসাদ, দীর্ঘ বাসনা ইত্যাদি)
সমাজের অধিকাংশ মানুষ এসব অর্জন ও বর্জন ইবাদত মনে করে না
ফলে তারা সত্যকার দ্বীন আর তার মিষ্টতা বুঝে না
জাহেরি ইবাদত আর বাতেনি ইবাদতে আকাশ পাতাল মর্তবা
জাহেরি ইবাদত ১ গুন ছওয়াব দিলে
বাতেনি ইবাদত ৯৯ গুন বেশী
জাহেরি আমলকে বাতেনি আমল পাহারা দিয়ে পূর্ণতা দেয়
এল্মে বাতেন হল সরবোচ্চ দরোজার এলেম
এই নূরটা নেক আমল ও রিয়াজতের দ্বারা দেলে হাছেল হয়
বস্তু বিষয়ের হাকিকত আর আল্লাহর জাত ছিফাত ও কাজের পরিধি এল্মে বাতেন জানিয়ে দেয়
কিন্তু অহংকারি, হিংসুক, বিদাতি, দুনিয়াদার আর নফসের পুজারি এল্মে বাতেন পাবে না

Sunday, April 1, 2018
Topic(s) of this poem: knowledge
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success