জীবন আমাকে বিন্দুমাত্র ভীত করতে পারে না। English Version Maya Angelou Poem by Madhabi Banerjee

জীবন আমাকে বিন্দুমাত্র ভীত করতে পারে না। English Version Maya Angelou

জীবন আমাকে বিন্দুমাত্র ভীত করতে পারে না।
দেয়ালে ছায়ার ভীড়
ঘরে বিরক্তিজনক কোলাহল
জীবন আমাকে বিন্দুমাত্র ভীত করতে পারে না।
ঘেও কুকুরগুলো উচ্চস্বরে চিৎকার করছে
মেঘের বিশাল গর্জন
জীবন আমাকে বিন্দুমাত্র ভীত করতে পারে না।
বৃদ্ধা -মা- রাজহাঁসকে অবজ্ঞা করে
সিংহদের মুক্ত করে দেয়
ওরা আমাকে বিন্দুমাত্র ভীত করতে পারে না।
ড্রাগনের নিশ্বাসে আগুনের শিখা
আামার বিছানার চাদরে
তবুও ওরা আমাকে বিন্দুমাত্র ভীত করতে পারে না।
আমি ঘৃণা করে যাব, ওদের তাড়িয়ে দেবো
আমি মজা করবো, ওদের দৌড়বার পথ বলে দেবো
আমি কাঁদবো না
আর ওরা চলে যাবে, আমি একটু হাসবো
ওরা বনে চলে যাবে।
জীবন আমাকে বিন্দুমাত্র ভীত করতে পারে না।
কঠোর ছেলেরা যুদ্ধ করে
রাতে আমি একদম একা
জীবন আমাকে বিন্দুমাত্র ভীত করতে পারে না।
চিতাবাঘ পার্কে
পথিকেরা আঁধারে
না ওরাও আমাকে বিন্দুমাত্র ভীত করতে পারে না।
এই নুতন ক্লাসে
যেখানে ছেলেরা আমার চুল ধরে টানছে
কোকড়ানো চুলের চটকুমটকু মেয়েরা আমাকে চুমু দেয়
ওরা আমাকে বিন্দুমাত্র ভীত করতে পারে না।
আমাকে ব্যঙ আর সাপ দেখিও না
আমার আর্তনাদ শোনার জন্য।
যদি আমি ভয় পাই তো সেটা আমি স্বপ্ন দেখেছি
আমি এক মজাদার জাদু শিখেছি
সেটা আমি আমার আস্তিনে রেখে দিয়েছি
আমি সাগরে হাঁটতে পারি
কখনও বিশ্রাম নিতে হয় না।
জীবন আমাকে বিন্দুমাত্র ভীত করতে পারে না।
বিন্দুমাত্র না।
বিন্দুমাত্র না।
জীবন আমাকে বিন্দুমাত্র ভীত করতে পারে না।

Tuesday, May 31, 2016
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success