তোমরা মোসলমান না হয়ে কবরে আসিও না / Entering The Grave Without Being A Muslim Poem by Rhymer Rhymer

তোমরা মোসলমান না হয়ে কবরে আসিও না / Entering The Grave Without Being A Muslim

** তোমরা মোসলমান না হয়ে কবরে আসিও না**
"ফালাতামতুন্না ইল্লা ওয়া আনতুম মোসলেমুন।"
(বাকারা আয়াত ১৩২)

এখন প্রশ্ন আমরা তো মোসলমান আছি।
আল্লাহ পাক আবার মোসলমান হওয়ার কথা বলছেন কেন?
আল্লাহ পাক পুনরায় মোসলমান কি জন্য হতে বলেছেন তা দেখুন।
যেমন আমার বাবা মোসলমান, আমি ও মোসলমান। আমার বাবা যদি হিন্দু হতেন তাহলে আমিও হিন্দু হতাম। আমার বাবা যদি বৌদ্ধ হতেন তাহলে আমিও বৌদ্ধ হতাম। আমার বাবা যদি খ্রীষ্টান হতেন তাহলে আমিও খ্রীষ্টান হতাম।
আমরা বাবার সাইন বোর্ড কাধে নিয়ে মোসলমান দাবী করছি। যে বা যারা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান থেকে মোসলমান বলে দাবী করতে পারে যে তারা মোসলমান। আমরা মোসলমান বলে দাবী করি বাবার সাইন বোর্ড কাধে নিয়ে। এজন্য আল্লাহ পাক বলেছেন: -"তোমরা মোসলমান না হয়ে কবরে আসিও না।" তাই আমাদেরকে নতুন করে মোসলমান হতে হবে।

নতুন করে মোসলমান হতে হলে আমাদের কি করতে হবে?
আমাদেরকে কামেল মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে।
বায়াত গ্রহণ করলেই আমরা তখন মোসলমান বলে দাবী করতে পারবো। কারণ মুর্শিদের হাত রাসুলের হাত।
রাসুলের হাত আল্লাহর হাত।
ফানাফিস শেখ, ফানাফির রাসুল।
ফানাফির রাসুল ফানা ফিল্লাহ।
অর্থাৎ মুর্শিদের সাথে মিশলে রাসুলের সাথে মেশা হল।
রাসুলের সাথে মেশা হলে আল্লাহ পাকের সাথে মেশা হলো।
কারণ মানুষ তিনবার মৃ্ত্যু বরণ করে। প্রথম মৃ্ত্যূ হল যখন সে ঘুম আসে। দ্বিতীয় মৃ্ত্যূ হল যখন সে বায়াত হয়। তৃতীয় এবং শেষ মৃ্ত্যূ হল যখন তার জান কবয হয়। যখন কোন লোক পীরের নিকট বায়াত হয় তখন সে নতুন মোসলমান হয়।

হাদীসে আছে: "মউতু কাবলা আনতা মউতু "
অর্থ- মরার আগে মরিয়ে যাও।
এজন্যই আল্লাহ পাক বলেছেন- মোসলমান না হয়ে কবরে আসিও না। পীরের নিকট বায়াত গ্রহণ করলেই সে নতুন মোসলমান হয়ে গেল।
তখন কবরে গেলে কোন ভয় থাকবে না। কারণ আল্লাহ পাকের হুকুম পালন করা ফরয।

বায়াত অর্থ কি? বায়াত অর্থ আত্ন বিক্রয় করা বা অংগীকার করা।
অর্থাৎ নিজেকে সমর্পণ করা। এখন কথা হলো কেন বায়াত হতে হবে?
তার কারণ এই যে এলেম দুই প্রকার। যথা হাদীছে আছে: - "মিনহা জাহেরুন ওয়া মিনহা বাতেনুন"।
এছাড়া হাদীছ শরীফে আরো আছে -
"আল এলমো এলমুল লেছানে ওয়া এলমো কালব"।
জাহের এলম তো বাজারে কিনতে পাওয়া যায় কিন্ত্তু বাতেন এলম তো আর বাজারে কিনতে পাওয়া যায় না।
এটা পেতে হলে যার নিকট বাতেনী এলম আছে তার নিকট বায়াত হতে হবে।
যা আহলে বাইয়াতের নিকট হতে সিনায় সিনায় পীরের নিকট হতে চলে আসছে।

যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহুআলাহে ওয়া সাল্লাম) কে জিব্রাইল (আ :) তিনবার সিনায় সিনায় চাপ দেন।
এই বাতেনী বিদ্যা হাছেল করার জন্যই বায়াতের প্রয়োজন।
এখনও যদি বলেন বায়াতের প্রয়োজন নেই।
তাহলে অামি বলবো যে, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (র :) ছাহেব মার্তৃ গর্ভে থেকে ১৮ পারা কোআন শরীফে হাফেজ হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন।
জাহেরী এলেমও শিক্ষা করেছেন।
তিনি কেন হযরত শেখ আবু ছাইদ মাখজুমী (রহ :) নিকট বায়াত হয়েছেন?
আপনি কি তারথেকেও বড় মাপের? ? ?



(কালেক্টেড))

Thursday, May 3, 2018
Topic(s) of this poem: thinking
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success