স্বর্গ মর্ত্য ও নরক(Heaven Earth And Hell) Poem by Arun Maji

স্বর্গ মর্ত্য ও নরক(Heaven Earth And Hell)

Rating: 5.0

যে পরিবারে স্বামী আর স্ত্রী দুইয়েরই লক্ষ্য এক
একজনের দুর্বল জায়গায় অন্যজন সবল
একজনের প্রয়োজেনের জায়গায় অন্যজন সমাধান
একজনের দুঃখের জায়গায় অন্যজন নিরাময়
কেবল সেই পরিবারই ঈশ্বর আশীর্ব্বাদ পুষ্ট।
সেই গৃহ- স্বর্গ অপেক্ষা কোন অংশে কম নয়।

এ হেন পরিবারে, কাজ থেকে বাড়ি ফেরার জন্য
স্বামী সারাদিন ছটফট করে।
আর স্বামী যখন সকালে কাজে যায়
স্ত্রীর চোখ তখন ছল ছল করে।

© অরুণ মাজী

স্বর্গ মর্ত্য ও নরক(Heaven Earth And Hell)
Monday, December 17, 2018
Topic(s) of this poem: couple,family,husband,love,wife
COMMENTS OF THE POEM
Prabir Gayen 17 December 2018

10+++++++++++++++ for you dear poet..

0 0 Reply
Prabir Gayen 17 December 2018

Very beautiful poem Arun maji ji...thanks

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success