চোখ খুলে শুয়ে আছে মৃত মানুষ (Humanity Is Dead) Poem by Arun Maji

চোখ খুলে শুয়ে আছে মৃত মানুষ (Humanity Is Dead)

Rating: 5.0

বাঁচার ভান করে
চোখ খুলে শুয়ে আছে মৃত মানুষ।

কাঁসর ঘন্টা বাজিয়ে
হেঁকে হেঁকে ডেকে গেলো বিবেক।
সাড়া নেই।

শঙ্খ বাজিয়ে
"সত্যমেব জয়তে" গেয়ে গেলো সত্য।
সাড়া নেই।

প্রদীপ হাতে
"ধর্মং শরণং গচ্ছামি" মন্ত্র পড়ে গেলো ধর্ম।
সাড়া নেই।

ফুলের সুগন্ধ বুকে
নিতম্বে তরঙ্গ তুলে নেচে গেলো প্রেম।
সাড়া নেই।

মৃতের দুর্ভাগ্য এই যে
সে জানে না, সে মৃত।

লোভের উইপোকা যখন
মৃতের মস্তিস্ককে খুবলে খুবলে খাচ্ছে
স্বপ্নে সে ভাবে, তা বুঝি সুখের স্পর্শ।

হিংসের কাঁকড়াবিছে যখন
মৃতের হৃৎপিণ্ডকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে
স্বপ্নে সে ভাবে, তা বুঝি সংগীতের স্পর্শ।

পাপের বিষ যখন
মৃতের আত্মাকে পচা নর্দমা বানিয়ে দিচ্ছে
স্বপ্নে সে ভাবে, তা বুঝি অমৃতের স্পর্শ।

মৃত্যুর দীর্ঘ মিছিল কি
মৃতে দেখতে পায়?
রুগ্ন ক্ষুধার্ত শিশুর কান্না কি
মৃতে শুনতে পায়?
ধর্ষিতা নারীর আর্তনাদ কি
মৃতে শুনতে পায়?

বাঁচার ভান করে
চোখ খুলে শুয়ে আছে
নগেন মাস্টার। অরুণ মাজী। মালবিকা। বৃন্দাবনী।
এ পৃথিবীর সবাই। সবাই।

© অরুণ মাজী
Painting: Fabian Perez

চোখ খুলে শুয়ে আছে মৃত মানুষ (Humanity Is Dead)
Monday, April 9, 2018
Topic(s) of this poem: bangla,dead,human,humanity,poem
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 09 April 2018

The dead people are lying in the open playing the hours of Cranberry and this is really very sensitive and thought provoking poem...10

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success