ইবলিশ কিছু বলিবে/ Iblish Will Say Something Poem by Rhymer Rhymer

ইবলিশ কিছু বলিবে/ Iblish Will Say Something

লাইলাতুল বরাতের রাত আমার সবচাইতে কষ্টের রাত।
তাই প্রত্যেক শবে বরাতের আগে আমি আমার শিষ্যদের লইয়া মিটিংয়ে বসি।
মিটিংএ বসিয়া আমি শিষ্যদেরকে বলিলাম,
" ওহে শিষ্যগন, উম্মতে মোহাম্মদী নফল ইবাদত করিলে আমার টেনশন বাড়িয়া যায়। এর মধ্যে গোঁদের উপর বিষফোঁড়ার মতো নবী মোহাম্মদ স্রষ্টার নিকট হইতে পাঁচটি স্পেশাল রজনী চাহিয়া লইয়া আমার ব্লাড প্রেসার বাড়াইয়া দিয়াছে।"
এক শিষ্য উঠিয়া বলিলো,
" ইয়া শায়খ, এই পাঁচটি রজনীর নাম কি জানিতে পারি? "
আমি বলিলাম, " এই পাঁচটি রজনীর একটি হইতেছে,
★ লাইলাতুল কদরের রাত।
এই রাত লইয়া আমার টেনশন নাই, কারন তখন তাহারা কদরের ইবাদত বাদ দিয়া ঈদের জামা কাপড় কিনিতে ব্যস্ত থাকে।
আরেকটি হইতেছে,
★ আরাফার রাত।
এই রাতে শুধুমাত্র হজ্জ্ব পালনকারীরাই ইবাদত করে। সো, নো টেনশন।
আর দুইটি রাত হইতেছে,
★দুই ঈদের রাত।
এই দুই রাতেই সকল উম্মতে মোহাম্মদী জম্পেশ খাওয়া-দাওয়া আর অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকে।
সো, নো টেনশন ।
আমার সমস্ত টেনশন শুধুমাত্র শবে বরাত লইয়া।এই রাত আসিলে আমার কলিজা ফাটিয়া যায়।আমার চোখের পানি, নাকের পানি এক হইয়া যায়।আমি সারা বছর কত কষ্ট করিয়া তাহাদিগকে গুনাহ করাই, আর একরাতের একাগ্রচিত্ত নফল ইবাদতে সব ম্যাজিকের মতো ভ্যানিশ। এইটা কেমন কথা! !
সুতরাং যতদিন পর্যন্ত উম্মতে মোহাম্মদীকে শবে বরাতের নফল ইবাদত হইতে বিচ্যুত করিতে না পারিবো ততদিন আমি শান্তি পাইবো না। "
তাহারা সমস্বরে বলিয়া উঠিলো,
" হুজুর আপনি ঠিক বলিয়াছেন।কিন্তু আমরা তো বসিয়া নাই।আমরাতো চেষ্টা চালাইয়া যাইতেছি।তবুও আপনি গুরুজন, আমাদের কিছু টিপস দিন - যাতে আমরা এই কর্মে কামিয়াব হইতে পারি।"
আমি বলিলাম,
" ওহে শিষ্যগন, মনযোগ সহকারে শুনিয়া লও,
প্রথমতঃ তোমরা তাহাদিগকে নফল ইবাদত বাদ দিয়া শুধুমাত্র ফরজ ইবাদত পালন করিতে উৎসাহিত করিবা।
দ্বিতীয়তঃ তোমরা তাহাদিগকে "সারা বছর ফরজের খবর নাই - এখন নফল লইয়া টানাটানি" এই কথা বলিয়া তিরস্কার করিবা।
তৃতীয়তঃ তাহাদিগকে ভালো করিয়া বুঝাইবা - এখন নফল ইবাদত না করিয়া রোজার মাসে করিও, রোজার মাসে এক নফল এক ফরজের সমান হইয়া থাকে।তখন নফল ইবাদত করিলে বেশী বেশী নেকী পাইবা।
আমার শিষ্যরা সমস্বরে বলিয়া উঠিলো,
" হুজুর-দোয়া করিবেন, এইবার আমরা কামিয়াব হইবো। আমরা আমাদের বেদাতের ফতোয়ার সাথে সাথে আপনার এই পরামর্শগুলোকে কাজে লাগাইবো।"
আমি মনে মনে বলিলাম, আমার রবের ইজ্জ্বতের কসম, মিশন আমি সাকসেস করিয়াই ছাড়িবো।
ওহে উম্মতে মোহাম্মদী- চাহিয়া দেখো আমার মানুষ রুপিডিজিটাল শিষ্যদের কিছু লোককে
- মহাজ্ঞানী শয়তান।


(ইবলিশ কিছু বলিবে - টাইমলাইন থেকে সংগৃহীত)) ।

Wednesday, May 2, 2018
Topic(s) of this poem: thinking
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success