জীবনটা এক রণক্ষেত্র (Inspiration) Poem by Arun Maji

জীবনটা এক রণক্ষেত্র (Inspiration)

জীবনটা এক রণক্ষেত্র।
যত বড় সৈনিক হও না কেন তুমি
আঘাত তুমি পাবেই।
একবার নয়। বারবার।

কিছু আঘাত খুব গভীর।
যত চেষ্টাই করো, আঘাতের সেই ক্ষতকে
মুছতে তুমি পারবে না।
বরং বেশি কাটা ছেঁড়া করলে
আরও বেশি যন্ত্রণা পাবে তুমি।

সৌভাগ্যের কথা কি জানো?
ক্ষতকে মুছে দেওয়া ছাড়াও
তোমার কাছে আরও ভালো সমাধান আছে।
সেই ক্ষতে, তুমি সুন্দর একটা
গোলাপ আঁকতে পারো, ঝর্ণা আঁকতে পারো।

এই পৃথিবীর যত দুঃখ কষ্ট যন্ত্রণা
সে সবই ছবি আঁকার সুন্দর ক্যানভাস।
ঈশ্বর চান- জীবনের প্রতি মুহূর্তে তুমি
ভিঞ্চি হও, এঞ্জেলো হও।
দুঃখ আর যন্ত্রণার ক্যানভাসে তুমি
কালজয়ী শিল্প আর ভাস্কর্য্য আঁকো।

© অরুণ মাজী
Art by Micheangelo

জীবনটা এক রণক্ষেত্র (Inspiration)
Sunday, September 9, 2018
Topic(s) of this poem: inspiration,life,pain,suffering
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success