জোনাকির মতো ক্ষুদ্র হয়ে মরবে কেন? (Inspiration) Poem by Arun Maji

জোনাকির মতো ক্ষুদ্র হয়ে মরবে কেন? (Inspiration)

Rating: 5.0

জীবনে যন্ত্রণা তুমি পাবেই।
ধনী হলেও পাবে, গরীব হলেও পাবে।
শিক্ষিত হলেও পাবে। মূর্খ হলেও পাবে।
পাপ করলেও পাবে। পুণ্য করলেও পাবে।

ছ্যাঁকা যদি খাবেই তো প্রতিবেশীর কুমড়ো চুরি
করে ছ্যাঁকা খাবে কেন? সূর্যকে ধরতে গিয়ে
ছাঁকা খাও। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে,হুঁকোর
আগুন ধরাতে গিয়ে ছাঁকা খাও।
যন্ত্রণা যদি পাবেই তো ৮০০ কোটি মানুষের কথা
ভেবে যন্ত্রণা পাও। গ্রহ নক্ষত্রের মঙ্গল কামনায়
যন্ত্রণা পাও। কুয়োর ব্যাঙ হয়ে কেবল ছোট্ট এক
ব্যাঙাচির জন্য ভেবে যন্ত্রণা পাবে কেন?

নক্ষত্রের মতো যখন মরতে পারো তুমি
তো জোনাকির মতো ক্ষুদ্র হয়ে মরবে কেন?

© অরুণ মাজী
Painting: IVAN NIKOLAYEVICH KRAMSKOY

জোনাকির মতো ক্ষুদ্র হয়ে মরবে কেন? (Inspiration)
Thursday, November 1, 2018
Topic(s) of this poem: courage,greatness,inspiration
COMMENTS OF THE POEM
Sucharita Chowdhury 04 November 2018

অনবদ্য। মানুষ মরণশীল তার কাজ চিরন্তন।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success