জিকির কি(Jikir Ki?)) Poem by Rhymer Rhymer

জিকির কি(Jikir Ki?))

জিকির মানে স্মরণ করা!
আল্লাহর নাম স্মরণ মানে আল্লহ কেই স্মরণ
ইবাদত করলেই আল্লাহ কে স্মরণ হয়!
এটা ঠিক কথা!
নামাজ রোজা হাজ জাকাত এই ইবাদত গুলিকে অর্থবহ করার জন্য
কিছু কাজ বা ইবাদত আছে যা সাধারণ মানুষ ইবাদতই ভাবে না
যেমন অন্তর পাক সাফ করাও একটি ফরজ ইবাদত
অন্তর থেকে হিংসা লোভ পরচর্চা এগুলো দূর না করলে
দুধে এক ফোটা নাপাকি দেয়ার মত ইবাদত করলে
আল্লার দরবারে কি গ্রহণযোগ্য হবে?
জিকির মন নরম করে দিলে শান্তি এনে পাপ ঝরিয়ে ফেলে দেয়
হিংসা দূর করে মঙ্কে খালেছ করে দেয় যা অন্য ইবাদতে স্থায়ী হয় না!
জিকির দিলের শান্তি আর আল্লাহ র বন্ধুত্তের পথ
দিল পাক সাফ আর শান্ত থাকলেই আকায়েদ দুরস্ত থাকে
আকায়েদ দুরস্থ না হলে আমল বরবাদ হয়ে যাবে
শুদ্ধ আমল গুপ্ত খাজিনার পথে নিয়ে যায়
কাল্বের জ্ঞান ভাণ্ডার খুলে যায়
আর আধ্যাত্মিকতার উন্নত স্তর অর্জিত হয়
জিকিরকারীর রুহ জীবিত আর জিকিরহীন লোকের রুহ মৃত
জিকির কাল্বকে ঘুম থেকে জাগিয়ে তোলে
আল্লাহর পাগল করে তোলে
সর্বাবস্থায় আল্লাহর জিকিরের মাধ্যমে আমাদের ক্বলব বা মন সুস্থ হয়ে যায়
আল্লাহ পাক তখন ইচ্ছা করলে এই ক্বলবের মধ্যেই এক জ্ঞান দান করেন
এই জ্ঞান কোন বই পত্র পড়ে বা শুনে অর্জন করা সম্ভব নয়
এই জন্য এই জ্ঞানকে ক্বলবী জ্ঞান বা আত্বিক জ্ঞান বলা হয়
সকল অনুপ্রেরনার উৎস ই কাল্ব
যা সুস্থ না থাকলে পুরা দেহই অসুস্থ থাকে!
আর জিকির ক্কাল্বকে সুস্থ করে

Sunday, April 1, 2018
Topic(s) of this poem: remembrance
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success