জিকিরে লাভের পূর্ণ তালিকা (Jikire Laver Purno Talika)) : - Poem by Rhymer Rhymer

জিকিরে লাভের পূর্ণ তালিকা (Jikire Laver Purno Talika)) : -

জিকিরের লাভের পূর্ণ তালিকাঃ
১।জিকির শয়তানকে তাড়িয়ে দিয়ে তার শক্তি খর্ব করে,
২।জি্কির আল্লাহর পরিতোষ লাভের উপায়,
৩।জিকির মনের বিষন্নতা দূর করে,
৪।মনে আনন্দ আনে,
৫।জিকির মন আর শরীর কে উজ্জীবিত ও প্রফুল্ল রাখে,
৬।জিকির চেহেরা ও অন্তর কে জ্যোতির্ময় করে,
৭।জিকির উত্তম রিজিক আকর্ষণ করে,
৮।জিকিরকারীকে প্রভাব ও প্রশান্তির পোশাক পড়ানো হয়। তাকে দেখলে সমীহ ও ভালবাসা জাগে,
৯।জিকির আল্লাহর ভালবাসায় মন ভরে দেয়,
১০।জিকির ধ্যানমগ্নতা/মোরাকাবা লাভের দ্বারা এহসানের স্তরে পৌঁছে দেয়,
১১।জিকিরে সকল ক্ষেত্রে আল্লাহই হন একমাত্র আশ্রয়স্থল,
১২।জিকিরে আল্লহর নৈকট্য লাভ হয়,
১৩।জিকিরে মা'আরিফাতের দরোজা খুলে যায়,
১৪।জিকিরে আল্লহর ভয় অর্জিত হয়,
১৫।জিকিরে আল্লহ জাকিরিন কে স্মরণ করেন,
১৬।জিকিরে হ্রিদয় জিন্দা হয়,
১৭।জিকির কলব ও রুহের আহার,
১৮।জিকির কল্ব ও রুহের মরিচা দূর করে,
১৯।জিকির ত্রুটি বিচ্যুতি ও ভুল ভ্রান্তি দূর করে,
২০।জিকির গাফিলতি বা অমনোযোগিতা দূর করে,
২১।জিকির আরশের চতুর্দিকে প্রশংসা মুখর হয়ে ঘুরতে থাকে,
২২।সুখের সময় জিকির করলে দুখের সময় আল্লাহ তা'আলা তা স্মরণ করেন,
২৩।জিকির আজাব থেকে নাজাতের উছিলা,
২৪।জিকির করলে ছাকিনা অবতীর্ণ হয়,
২৫।জিকিরকারির জবান গিবত, চোগলখুরী, অসৎ ও অনর্থক কথা থেকে নিরাপদ থাকে,
২৬।জিকিরের মজলিস হচ্ছে ফেরেশতাদের মজলিস,
২৭।জিকিরের বদৌলতে জাকিরিনের সঙ্গীসাথীরাও সউভাগ্যের অধিকারি হয়,
২৮।জিকিরকারী কিয়ামতের মাঠে কোন আখখেপ করবেনা,
২৯।জিকিরে ক্রন্দনকারী কিয়মতে আল্লাহর আরশের নীচে ছায়ায় আশ্রয় লাভ করবে,
৩০।জিকিরকারী দোয়াকারী থেকে বেশী ছওয়াব পাবে কারন সে সময় পায় নাই আল্লহতে মশগুল হয়ে,
৩১।জিকির সকল ইবাদত থেকে উত্তম যদিও তা সহজ মনে হোক,
৩২।জিকির জান্নাতের ছায়াগাছ,
৩৩।জিকিরের জন্য যত প্রতিদান ও পুরস্কারের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, অন্য কোন আমলে সেরকম প্রতিশ্রুতি নেই,
৩৪।জিকির নিজের কল্যাণের কথা ভুলে যাওয়ার বিপদ থেকে রখখা করে।আর কল্ব বা মনের মৃত্যু থেকে রক্ষা করে,
৩৫।যার কল্বে জিকির আছে, তার নিদ্রা গাফেলের রাত্রি জাগরন থেকেও উত্তম,
৩৬।জিকিরের নুর দুনিয়ায় আর কবরেও সঙ্গে থাকে আর পুলছিরাতে আগে আগে চলতে থাকবে,
" হে আমার আল্লাহ, 'আমার মাংসে অস্থিতে, চর্মে পশমে, কানে চোখে, উপরে, নিচে, ডানে, বামে, সম্মুখে, পশ্চাতে নুর দান করো।আমার আপাদমস্তক নুরে ভরপুর করে দাও"!
৩৭।তাছাউফের মুল বিষয় জিকির যা সকল ইমামুত তরিকতগন একমতে আর যার জিকিরের দ্বার উন্মুক্ত হয়েছে, তার মারিফাতের পথ খুলে গিয়েছে,
৩৮।মানুষের অন্তরে এমন একটি কোণ আছে যা জিকির ছাড়া অন্য কোন কিছু দ্বারা পূর্ণ করা যায় না, হৃদয় পূর্ণ পরিসরে যখন জিকিরে ভরে যায়, তখন ঐ বিশেষ কোনটিও ভরপুর হয়ে যায় জিকিরের নুরে, তখন জিকিরকারি সম্পদ বেতিরেকেই হয়ে যায় সম্পদশালী।আত্মীয় স্বজন বা জনবল ছারাই লাভ করে প্রভুত সম্মান।সম্রাজ্জ ছাড়াই হয় সম্রাট।আর যে জিকির করে না, সে আত্তিও পরিজন, বিত্ত সম্পদ ও রাজত্ত থাকা সত্ত্বেও হয় লাঞ্ছিত ও অপদস্ত,
৩৯।জিকির বিক্ষিপ্ত বিষয়গুলুকে একত্র করে আর একত্র বিষয়াবলী করে বিক্ষিপ্ত।দূরকে নিকটে আনে আর নিকট কে দূরে ঠেলে দেয়।অর্থাৎ মনের সকল অসৎ ভাব নাকে দূরে ঠেলে দিয়ে অন্তরে আনে শান্তি ও আল্লাহ প্রেম।দুর্ভাগ্য কে দূরে নিয়ে সৌভাগ্য কে নিকটে আনে,
৪০।জিকির মনের ঘুম ভাঙ্গায় আর সতর্ক করে,
৪১।জিকির ব্রিখখে মা'রেফাতের ফল ধরে।সুফিয়ান কিরাম বলেন তা হাল ও মাকামের ফল।জিকির যত গভীর বৃক্ষের শিকড় ততো গভীর আর ফলও ততো বেশী,
৪২।জিকিরকারি আল্লাহর সঙ্গী।আল্লহ জিকির কারিকে বন্ধু বানায় যদি তাউবা করে আর না করলেও তার চিকিৎসক হয়ে সাথে থাকেন,
৪৩।জিকির ক্রীতদাস মুক্ত করার সমতুল্য।আল্লাহ র পথে অর্থ বেয় আর জিহাদের তুল্য,
৪৪।জিকিরের শোকরের সমান।জিকিরহিন লোক শুক্রিয়া বিহিন।শুক্রিয়া না থাকলে কঠোর শাস্তি,
৪৫।পহেযগারদের মধ্যে জিকিরকারী অধিক সম্মানিত আর সবসময় জিকিরে মশগুল থেকে তাঁরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফলে জান্নাতের অগ্রবর্তী দল,
৪৬।অন্তরের দুর্বোধ্য কাঠিন্য একমাত্র জিকির দূর করতে পারে,
৪৭।জিকির সকল রোগের চিকিৎসা,
৪৮।আল্লাহর সাথে বন্ধুত্ব হয় জিকিরে আর শত্রুতা হয় গাফিলতিতে,
৪৯।জিকির নিয়ামত আনে আর আজাব গজব দূর করে,
৫০।জিকিরকারী আল্লাহ র রহমত আর ফেরেস্তাদের দোয়া প্রাপ্ত,
৫১।জিকিরের জলসাসমুহ জান্নাতের বাগান,
৫২। জিকিরের জলসাসমুহ ফেরেস্তাদের জলসা,
৫৩।আল্লাহ পাক জিকিরকারীদের নিয়ে ফেরেস্তা জলসায় গর্ব করে থাকেন,
৫৪।সরবদা জিকিরকারি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে,
৫৫।যাবতিয় আমল জিকির করার জন্যই,
৫৬।সেই আমলই সবথেকে উত্তম যাতে জিকির থাকে।জিকিরময় নামাজ হতে হবে জিকিরময় রোজা বা হজ বা জাকাত সকলই জিকিরময় হতে হবে,
৫৭।বিত্তবান্দের জন্য হজ, জাকাত, অম্রাহ, আর দান সাদকায় অগ্রগামী তথায় রাসুল সঃ গরীবদের বললেন তোমরা জিকিরে অগ্রগামী হও(বেশি বেশি করে সুভানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর আল্লাহুয়াকবার পড়))
৫৮।জিকির সকল ইবাদতে স্বাদ এনে দেয় ফলে সকল ইবাদত সহজ ও সহায়ক হয়,
৫৯।জিকির সকল কষ্টদায়ক কাজ সহজ করে আর বালা মুছিবত দূর করে,
৬০।যত জিকির ততো শান্তি আর মনের ভয় ভীতির উৎপাটন,
৬১।ফাতেমা রাদি আল্লাহু তাআ'আলা আনহা তাঁর কষটের কাজ গুলু কমানোর জন্য কাজের লোক চাইলে হুজুর পাক সঃ তাকে জিকিরে অনুপ্রাণিত করেন এই বলে যে, মা তুমি শয়নকালে ৩৩ বার সুভান আল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লহ আর ৩৪ বার আল্লাহু আকবর পাঠকরও যা চাকর বাকর থেকে উত্তম, কি কথা সুভান আল্লাহ!
৬২।পরবর্তী দুনিয়ার কল্যাণ লাভের জন্য সবাই দউরাচ্ছে কিন্তু জিকিরকারী আগ্রগামি,
৬৩।জিকিরকারিরা আল্লাহরকাছে সত্যবাদী তাই তাদের হাশর সত্যবাদীদের সাথে,
৬৪।জিকির বেহেস্তের নির্মাণ খরচা এনেদেয়। তাই যে যত বেশি জিকির করে তার জন্য বেহেস্তে ততোবেশী স্থাপনা নির্মিত হবে,
৬৫।সুভানাল্লাহি বিহামদিহি সুভাআল্লহিল আজিম সাত বার পড়লে বেহেস্তে তার জন্য একটা সবুজ গম্বুজ তৈরি করা হয়,
৬৬।ফেরেস্তারা জিকিরকারির জন্য ক্ষমা চায়,
৬৭।কোন পাহাড়ে বা প্রান্তরে জিকির করলে ঐ পাহাড় বা প্রান্তর পরস্পর আলোচনা করে গর্ববোধ করে থাকে,
৬৮।অত্তধিক জিকির মুনাফেকি থেকে রক্ষা করে কারণ আল্লাহ বলেন, মুনাফেকরা এমন তারা খুব কমই জিকির করে থাকে,
৬৯।জিকিরের আলাদা স্বাদ আছে যা অন্য আমলে নাই। ফযিলত নাই যদি থাকতো তবু জিকির হতো আস্বাদে অসাধারণ,
৭০।পৃথিবী বা অন্য পরবর্তী জীবনে জিকিরকারীর চেহেরায় নুর জ্বল জ্বল করে আর করবে,
৭১।যে বেক্তি পথে ঘাটে মাঠে কর্মে সদাসর্বদা জিকির করে তার পক্ষে সাক্ষী অনেক বেশী হবে, "ইয়াউমাইজিন তুহাদ্দিছু আখবারাহা" পৃথিবী তার ব্রিতান্ত বর্ণনা করবে!
৭২।যতক্ষণ জিকির ততোক্ষণ মিথ্যা গীবত আর বাচালতা নাই; দিলো আল্লাহর জিকিরে নিমগ্নও না হয় মত্ত হবে মাখলুকে,
৭৩।শয়তান মানুষের প্রকাশ্য দুশমন আর তাকে হঠানোর একমাত্র পথ জিকির আর বিশেষভাবে কলবি জিকির যা সাধারণে বুঝে না যদি বুঝোতো করো না কেন?
৭৪।জিকির আল্লাহর আযাব থেকে সকল আমলের তুলনায় বেশী বেশী রক্ষা করবে,
আর দিলের ময়লা বা দোষ বা অপবিত্রতা একমাত্র জিকিরে দূর হয়।সকল জিনিস পরিশকার করার শাণ যন্ত্র আছে আর দিল পরিশ্কার করার শাণ হোলও জিকির, সত্যিকার ইবাদত হয় অন্তর পরিষ্কার থাকলে । আন্তরিক জিকির ই আসল জিকির যা আল্লাহর সাথে দিল কে সংযুক্ত রাখে ফলে আর অন্য কোন আমলও বাদ পড়তে পারে না।আর তোমার জাহের ও বাতেন এ দুইই অন্তরের অধীন।অন্তর যার সাথে মিলে যায় সমস্ত অঙ্গ প্রতঙ্গ তার সাথে মিশে যায়।হাজ্রাত ছাল্মান ফারছি বলেছেনঃ
জিকির ই শ্রেষ্ঠ কারন তা কুরআন বলছেঃ
ছুরা আঙ্কাবুত আয়াত ৪৫/ ওয়া লা জিক্রুল্লাহি আকবারু/আল্লাহ র জিকির ই হোলও সবথেকে শ্রেষ্ঠও! !


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
দুটো বইএর সাহায্য নিয়েছি
১।ছিরাজুছ ছালিকিন লেখকঃ পীর প্রফেসর এম এ খালেক রহঃ বি বাড়িয়া আর
২। ছিরাতল মুস্তাকিম- সংগ্রাহক-লেঃ কঃ এ কে এম মফিজুল ইসলাম, দারুল হাবিব খানকাহ, প্রকাশঃ সেপ্টেম্বর ২০১৩/মুল লেখক-হাদিসবেত্তা ইবনে কাইইয়িম(আল ওয়াবিলুছ ছাই-য়িব)

Sunday, April 1, 2018
Topic(s) of this poem: remembrance
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success