সুন্নত তরিকা কেও মানুক আর নাই মানুক / Keo Manuk Ar Nai Manuk Poem by Rhymer Rhymer

সুন্নত তরিকা কেও মানুক আর নাই মানুক / Keo Manuk Ar Nai Manuk

লাক্কাদ কানা লাকুম ফি রাসুলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
১। "নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ র রাসুল সঃ উত্তম আদর্শ"

***লা ইউ'মিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিও ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্না সি আজমাইন***
২। " তোমরা কেহই ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের মা বাপ, সন্তান সন্ততি, তামাম দুনিয়ার মানুষের চাইতেও বেশী মহব্বতের না হই "।

**মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইফিল জান্নাহ**
৩। "যে আমার সুন্নতকে মহব্বত করল সে আমাকে মহব্বত করল, আর যে আমাকে মহব্বত করল সে আমার সঙ্গে জান্নাতে থাকবে"

**মান তারাকা সুন্নাতি ফালাইসা মিন্নি**
৪। " যারা আমার সুন্নত ছেড়ে দিল তারা আমার দল ভুক্ত নয়"

**মান তাম্মাসাকা বিসুন্নাতি ইন্দাফাসাদা উম্মাতি ফালাহু আয্রু মিয়াতি শাহিদ**
৫। " আমার উম্মতের ফিত্নার সময় আমার যে উম্মত একটি সুন্নত আঁকড়ে ধরবে সে একশত শহীদের ছওয়াব পাবে"

**মান তাবাসসা বিক্কাউমিন ফাহুয়া মিহুম**
৬। "যে বেক্তি যার/সম্প্রদায়ের সাথে মিল/অনুসরণ/অনুকরণ/রাখবে সে তাদেরি দল ভুক্ত হবে"

# জামা
জামা বা কোরতা টা লম্বায় হতে হবেই হাঁটু ও গিরার মাঝামাঝি
কোনা বন্ধ ও গোলাকার আর আস্তিন কবজি বা সামান্য লম্বা হতে পারে
বোতাম নয় বরং গুটলি
সুতি কাপড় উত্তম
সাদা খয়েরি ঘিয়া হতে পারে
((আপনার যা খুশী তাই পড়েন আমি সূফীদের/তরিকা পন্থিদের কথা বলছি))
দোপাট্টা তফন/তহবন্দ ইজারের মত যা সেলাই বিহিন হবে
লম্বা অর্ধ হাঁটুর নীচ পর্যন্ত! !

টুপী হবে গোলাকার আর সাদা হচ্ছে খাস মাথার সাথে লেগে থাকে এমন
পাগড়ী ছাড়া তরিকা পন্থি কক্ষনো নামাযে দাঁড়ায় না
(পাগড়ী সাদা কালো)) সবুজ

#দাড়ি
তরিকা পন্থিরা দাড়িকে আপন গতির উপর ছেড়ে দেয়ার পরিমাপক হাদিসে বিশ্বাসী...তবে যদি না তা নাভির নিচে চলে যায়!
গোঁফ ছেঁটে এমন ছোটো রাখা যাতে মনে হতে পারে যে চাঁছা হয়েছে কিন্তু তা নয়!
((এক মুষ্টি দাড়ি নিয়ে বিতর্ক কাম্য নয়)

# চুল রাখার তরিকা
জুম্মা-কানের লতি বরাবর
লিম্মা- কাঁধ ও কানের লতির মাঝামাঝি
ওফরা- কাধের কাছাকাছি
নিছফু উযনাইহে - কানের মাঝামাঝি
এর বাইরে খাছ সুন্নাত তরিকায় কোন স্টাইল নাই!
মাথা মুনডিয়ে রাখার কোন দলিল নেই শুধু মাত্র হাজ্জ ছাড়া ।

# হুজুর কিবলা
কিব্লা মানে দিক বা ডাইরেকশন ঃ
পীর সাহেব ই হুজুর কেবলা/কিবলা - কারন তিনি কিবলায়ে কুলুব বা কালবের কিবলা -তার দিকে মুরিদের কাল্ব রুজু-তিনি আল্লাহ ও তার রাসুল সঃ মহব্বত ও মারিফাতের ফায়েয দান করেন- কালব পরিষ্কারে সাহায্য করে ইখলাস পয়দা করে দেন -গাইরুল্লা মুক্ত করে দেন- তিনি মুরিদের ওয়াসিলা- মুরিদ তার কাছে বিক্রি হয়ে গেছে - মুরিদ অসহায় ভাবে তারই দিকে তাকিয়ে থাকে...

কিবলা গুলিঃ
১। নামায এর কেবলা -বাইতুল্লাহ শরীফ
২। দোআর কেব লা -আসমান
৩। মাখলুকের কেব লা - নাবি মুহাম্মাদ সঃ
৪। কালবের কেব লা - পীর মুরশিদ
৫। সকল কেব লার কেবলা -মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত

(আপনি মানুন আর নাই মানুন কিতাবে এভাবে লিখা আছে)

Saturday, November 3, 2018
Topic(s) of this poem: fashion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success