কি ফেরেস্তার মতো মানুষটা/ Ki Ferestar Moto Manushta Poem by Rhymer Rhymer

কি ফেরেস্তার মতো মানুষটা/ Ki Ferestar Moto Manushta

মানুষের মান মর্যাদা ফেরেশতারও উপরে
মানুষ আশ্রাফুল মাখলুকাত
যে মানুষটা খুন খারাপি, ধরশন, চুরি, ডাকাতি, ঘুষ খায় সে মানবের অনেক নীচে নেমে আসে
তাকে ফেরেস্তার সাথে তুলনা করা যায় না
সে হয় অমানুষ অন্য কথায় পশুর সাথে তুলনা করা হয়
মানুষের জ্ঞান বুদ্ধি আছে বলে সে পশু নয়
ফেরেস্তারা এক মুখী একভাবে কর্ম সম্পাদন করে
যা হুকুম হয় তার বাইরে যেতে পারে না
কর্মে আর চিন্তায় মানুষ থেকে অনেক ফারাক আছে
সে অনন্তকাল ধরে অর্পিত কাজ করে যাচ্ছে
কিন্তু মানুষের উন্নত স্তরে উঠার সুযুগ আছে
মানুষের মন আর দেহ আছে
দেহে আছে ৫তা কর্ম ইন্দ্রিয়
ষড় রিপু দ্বারা মানুষ পশু প্রবিত্তিতে উদবুদ্ধ হয়
আসলে দেহে আমি পশু
প্রবল পাশবিকলীলা চলে আসে মনে
ভালো আর মন্দের মাঝে বসিয়ে দেয়া আছে বিবেক
ভালোতে যাবো না মন্দে যাবো তা ইচ্ছা আর কর্ম নিয়ন্ত্রন করে
জন্মগত ভাবে কেও ভাল মন্দ নহে
মানুষের গুণ বা সিফাৎ সভাবগত নহে
মন্দ আর ভাল দুইই ভিতরে বিরাজমান
সম্ভবনাকে বাস্তবায়ন করে দেহ নামক যন্ত্র
আর গুনটাকে অর্জন করার জন্য দেহের ব্যাবহার ই সাধনা
নামাজ রোজা হজ সবই সাধনা
কিন্তু মন তথা ক্কাল্ব তথা নিজ কে ঠিক করা হচ্ছে বড় গভীর সাধনা যা করতে মন চাহে না।

Monday, October 8, 2018
Topic(s) of this poem: human condition
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success