কিভাবে তা জারি হয় / Ki Vabe Jikir Zari Hoy? Poem by Rhymer Rhymer

কিভাবে তা জারি হয় / Ki Vabe Jikir Zari Hoy?

দুই চোখ বন্ধ করে নামাজের সুরতে বসতে হবে । জাহেরি চোখ বন্ধ করলে বাতেনি চোখ খুলে যায়। এরপর পীরের উছিলায় জিকির করতে হবে (আমি আমার কাব্লের তরফ মুতাওয়াজজা আছি । আমার কাল্ব আমার হুজুর কিব্লার কাল্বের উছিলায় আল্লাহ তা'আলার তরফ মুতাওয়াজজা আছে। আল্লাহ আল্লাহ জিকিরের নুর মুহব্বত আর মাকামে তাউবার ফায়এজ আমার কাল্বে আসুক!))কারণ, তিনি হলেন কাব্লের কিব্লা আর না হলে ফায়েজ আসবে কি ভাবে তার বিহিন? সকল লতিফায় বিশেষ করে কাল্বে জিকিরজারী করতে হলেঃ নিয়ত করে আল্লাহ শব্দের আঘাত করতে হবে আর হু দিয়ে তার খারাপি গুলি যেমন গাফিলত ওয়াস্ওয়াসা বের করে ফেলতে হবে। আল্লাহ হু আল্লাহ! বিড়াল যেমন ইঁদুর ধরার জন্য ওঁত পেতে বসে থাকে, তেমনিতর একাগ্র চিত্তে খেয়ালে জিকির করতে হবে টার্গেট অই লিতিফা কে। ধ্যান করতে হবে আল্লাহ আল্লাহ জিকির আমার কাল্বে জারী হয়ে যাক। এর ফলে কাল্বে এক ধরনের হরকত বা স্পন্দন হবে। জাকের ধারনা করবে যে আল্লাহ র ফজলে জিকিরের ফায়েজ আমার কাল্বে আসছে। এটা জলি বা উচ্চ স্বরে ১০১ বা অধিক বার আর খফি বা অন্তরে অন্তরে ১০১ বার করে যেতে হবে। জলি হবে কাল্বের ময়লা দূর করে পাক্সাফ করার জন্য আর খফি হবে নিজের গুপ্ত গুনাহ খাতার মাফ চাওয়ার জন্য। কেন এত গুনাহ করলাম আর আমার মহান আল্লাহ কে বেজার করলাম। এভাবে তাউবার ফায়েজ আসবে । চোখ দিয়ে পানি ঝরবে আর গুপ্ত গুনাহ আল্লাহ গোপনেই মাফ করে দিবেন। এভবে আস্তে আস্তে জিকির গালেব হবে।

Friday, October 19, 2018
Topic(s) of this poem: remembrance
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success