কতো সে তিমির পেড়িয়ে/ Koto Se Timir Periye Poem by Rhymer Rhymer

কতো সে তিমির পেড়িয়ে/ Koto Se Timir Periye

Rating: 5.0

কতো সে তিমির পেড়িয়ে

সাধনা যারা করে
তারাই কতো পরিক্ষার মুখে
বড় বড় পদে
বড় বড় পরীক্ষা

সত্যকে পাওয়া কি কষ্ট
কিন্তু কি মধুর সে হাসি

জিকির শুরু করলে
যখন কাল্বে নুর এসে চমকাতে থাকে
প্রথম শত্রু নিজত্ব / নিজ মন/ নিজ ইচ্ছা
কত শত বাহানা ধরে
কত কান্না করে এই বদ নফস
একে বলে খাত্রাতে নাফসানির পরীক্ষা
বিভিন্ন প্রলোভনে নাফস কতো রঙ্গে রঙ্গিন

দ্বিতীয় পর্যায়ে আসে খাত্রাতে শয়তানি
শয়তান বিভিন্ন পথ খুঁজে খুঁজে চমকারিত্তে দেখায়
শয়তানির যত পথ খোলা আছে সব ঢেলে দেয়
খেয়ালে কষ্ট স্বীকার করে চললে এ পথ থেকে মুক্তি
তবে মাঝে মাঝে শয়তান নফসের নৌকায় চড়ে হাল ধরতে পারে

শেষ পরীক্ষার নাম খাত্রাতে রাহমানি
রাহমান রাহিম নিজেও বান্দার পরীক্ষা নেন
পরীক্ষা ছাড়া আবার কোন প্রোমোশন আছে নাকি

রিপুর প্রবল তাড়না হয় জিকিরের শুরু থেকেই
সহনশীল সালেক কম ঘুম কম খাওয়া আর কম মেলামেশায় নিজেকে তৈরি করে
আর মাথা মোটা যারা তাদের অনেক বেগ পেতে হয়
দীর্ঘ দিনের বদ নফসে সামলানো ঘোড়ার মুখে লাগাম টানার মতো
আমার অভ্যাস আমি ই গড়েছি আর তাকে আমার ই ছাড়াতে হবে
কান্নাকাটি আর নম্র আচরণে অনেক সাফাই হাছিল হয়
অলির কদমে থেকে কাঁদলে অনেক খারাপি অনেক কম সময়ে দূর হয়
কিছু বদ অভ্যাস ছাড়ানোর জন্য অলির দরবারের বিকল্প নেই
যে যেমাপে হাঁটে তার পরীক্ষাও সে মাপের হয়
দুনিয়া পরীক্ষার জায়গা
এটা মনে রেখে চললে কষ্ট কম হয়

কামিল আর মকাম্মিল অলি
মনের ভিতর ঢুঁকে ন আর স্রোতের মতো জ্ঞান দান করেন
শর্ত হল তরিকাতের ছবক ঠিক মতো আদায় করতে হবে...

Thursday, November 22, 2018
Topic(s) of this poem: self control,struggle,war
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 23 November 2018

মনের ভিতর ঢুঁকে ন আর স্রোতের মতো জ্ঞান দান করেন //// depends on self pure activities only for the sake of GOD and the true master of inside just shows the path

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success