নায়াগ্রার ডাক (Language: Bengali) Poem by Ratan Ghosh

নায়াগ্রার ডাক (Language: Bengali)

তুমি ডাক পাঠালে সুদূর প্রান্ত থেকে,
সাগরের আরেক কিনারা পেরিয়ে।
আমার রাজকন্যার সাথে,
দেখা হবে বহু বছর পরে।
আমার ভালোবাসাঘুমিয়ে ছিল
আমার মনের গভীরে।
আমি চঞ্চল, আমি ছুটে চললাম
সব বাঁধা সরিয়ে,
আমার রাজকন্যার সাথে দেখা হবে
বহূ বছর পরে।

আমার ফুলের বাগান থাকুক যেখানে আছে,
আজ আবার দেখা হবে তোমার সাথে ।
আমরা কি যাব ভোর রাতে,যাব ফুল কুড়োতে?
তুমি কি আসবে জুঁইয়ের মালা হাতে
আমার গলায় পরিয়ে দিতে?

দুই ছেলেবেলার সাথীর দেখা হলো
নায়াগ্রার জলপ্রপাতের পাশে,
জলে ভেজা তুমি সুমধুর হাসি হেসে ।
আমার চোখে - সুন্দর তুমি,
আমি তোমার মধ্যে নায়াগ্রাকে দেখলাম,
অথবা নায়াগ্রার মধ্যে তোমাকে দেখলাম,
জলপ্রপাতের জলের মতো অনুভূতিগুলো,
মিলে মিশে সব একাকার হয়ে গেল।


কত না বলা কথা, হলো না বলা
শুধু হাতে হাত রেখে বসে থাকা,
জীবনের মানে খুঁজে পাওয়া -
আমি পেয়েছি জীবনের পূর্ণতা।

Saturday, December 15, 2018
Topic(s) of this poem: love and life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success