Potho Chola (A Walk Never Forgotten) - Language: Bengali Poem by Ratan Ghosh

Potho Chola (A Walk Never Forgotten) - Language: Bengali

Rating: 5.0

সোনালী এক সন্ধ্যা,
চন্দ্রালোকিত পথ, জোৎস্নাস্নাত ভুবন -
চলেছে দুই সাথী গৃহপানে,
আবেশে ভরা মন।

আবেগ এসেছিল ঘন হয়ে হৃদি মাঝে,
ভালোলাগা, ভালোবাসার তরংগে কেঁপেছিল বুক,
দুলেছিল মন।
গোপন কথাটি রইলো গোপনে,
দুটি হৃদয় গিয়েছিল হারিয়ে,
তবুও হাতে হাত মিললো না সেই রাতে।

বলা হলো না হৃদয়ের কথা!
হৃদয় মাঝারে ভালোবাসার ঢেউ
পড়েছিল ছড়িয়ে,
ওষ্ঠ গিয়েছিল কেঁপে,
কথাটি থেকে গেলো নীরবে।

স্তব্দ রইলো পৃথিবী,
আকাশের তারারা চেয়ে ছিল মিটিমিটি,
বাতাস বইতে গেলো ভুলে,
পেচক অপেক্ষা করলো কান খাড়া করে,
ধরিত্রী অপেক্ষা করলো দুই সাথীর
অন্তরের কথা শুনবে বলে।

সময় বয়ে গেলো,
পথ শেষ হলো,
হলো না বলা সুমধুর কথা দুটি -
আমি তোমাকে ভালোবাসি।

সেই না-বলা কথা সেই রাতে,
ফিরে ফিরে আসে আজও,
তোমায় ভালোবাসি -
কি মধুর শোনায় কানে!
জীবন ভরে মাধুর্যে
কিছুই যায়নি হারিয়ে।

Monday, July 9, 2018
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Banamala Sen 10 July 2018

A touching description of an emotional moment! Dear poet, you have created an atmosphere of magic and anticipation! Thank you.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success