Liberation Of Mind (মুক্তি) Poem by Prabir Gayen

Liberation Of Mind (মুক্তি)

Rating: 5.0

- : মুক্তি -

এসময যাবেকেটে, বন্ধকারখানাআবার যাবেখুলে!
ঘোর অন্ধকাররাতেরআবারহবে অবসান!
আমদেরএইবাড়ি , এইরাস্তারপাশেপাতারকুঁড়েঘরযেখানেআলোবাতাসনিয়তকরেখেলা, সত্যিসত্যিহয়েউঠবেঘর!
ভোরআসিলবলে! রাতেরঅন্ধকারকাটিবেনবীনপ্রাতেরকিরণে,
মনেরকুয়াশাযাবেসরেনবপ্রভাতেরগানে! মানবতারগানেমুখরিতহবে দিকদিগন্তপার!
এসোস্টেলা , দেখোচোখতুলে , সূর্যমাথারউপর, মনেরশক্তিদিয়েনয়নখুলেদেখো, সাম্যবাদেরগানধ্বনিতচারিদিক!
এতমসারঘোরযাবেদূরে , ছোট্টএকটিঘরআরখাবারেভরেযাবেআমদেরদুনিয়া,
অনাহারেআরথাকতেহবেনা,
আমরা ওদুবারখাবোপেট ভরে ,
আরআকাশকেছাদকরতেহবেনা!
আমদেরঘরহবে , বসারটেবিলহবেআর ভলোবাসারঅবসরআসবে অবাধ!
মাটিরপুতুলহয়েনয়, জীবন্ত মানুষ হয়ে বাঁচব , প্রানেরস্ফুরণ , পূর্ণস্রোতেআমারথাকব এইপৃথিবীতে!
চোখতুলেদেখোস্টেলাঅনাথহয়েআমরাআরথাকবনা!
তোমারমাঝেআমিআরআমারমাঝেতুমিঅসীমহয়েথাকবে!
বন্ধকারখানাখুলবে, মেশিনেরপ্রান দায়ী শব্দেআবার খুলেযাবেবন্ধহৃদয়েরদ্বার!

এসোস্টেলাচোখেরজলমুছেফেলো, জনতারকণ্ঠ স্বরশুনতেপাচ্ছো! ওইদূরেসাগরেরওপারথেকে ভেসেআসেমানবতারকরুনসুর!
মুখতুলেতাকাও , গণউত্থানহলোবলে!
আরঅনাহারেনয়, নদীরধারে, গাছেরছায়ায়নয়, নিজেদেরঘরে রবআমরা এপৃথিবীরকোনপ্রান্তে!
বাতাসেবারুদেরগন্ধকেটেযাবে,
ওইদেখোকুসুমভরাবন ভূমি!
ফুলেরগন্ধেমেতেযাবেদুনিয়া,
সবারহাতেফুলথাকবে!
বন্দুকবারুদনয়, প্রেমেরজোয়ারেভেসেযাবেসবাই, কালেরস্রোতে,
তুমিআমিসবাইপাবোএজগতেঠাঁই!
মানুষহবেভগবান , ওইদূরদিগন্তেভেসেআসেসেইবানী!
মহা মানবেরসেইউদারকণ্ঠ , প্রেমেরসেইআকুলধারাআসিছেপ্রলয়রূপে!
বাঁচিবআমরা ওমানুষেরপূর্ণমর্যদানিয়ে!
উঠেদেখোস্টেলাঅনন্তপথসামনে! এগিয়েচলোহাতেহাতরেখে , এযাত্রাবাঁচারযাত্রা, মরণকেপরাজিতকরেজীবন মুখীআমৃত্যুএঅভিযান!
মৃত্যুযদিআসেসেহবেমুক্তিতোমরআমারসবার!

This is a translation of the poem Liberation Of Mind by Prabir Gayen
Tuesday, June 4, 2019
Topic(s) of this poem: life
POET'S NOTES ABOUT THE POEM
Life
COMMENTS OF THE POEM
Biswajit Roy 05 June 2020

এসময যাবেকেটে, বন্ধকারখানাআবার যাবেখুলে! ঘোর অন্ধকাররাতেরআবারহবে অবসান! আমদেরএইবাড়ি, এইরাস্তারপাশেপাতারকুঁড়েঘরযেখানেআলোবাতাসনিয়তকরেখেল া, সত্যিসত্যিহয়েউঠবেঘর

0 0 Reply
Srijita Mondal 05 June 2019

খুব খুব খুব সুন্দর.....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

0 0 Reply
Close
Error Success