নূর! / Light Of Preosi Poem by Asadullah Hassan

নূর! / Light Of Preosi

এক.
আমার প্রেয়সী,
তোমারও পানে পথ চাহিয়া
রব আর কতক্ষণ,
তুমি আমায় দেখা দিয়া
ধন্য কর আমার মন।

আমি যে আজ বড়ই ক্লান্ত,
সাথে নিয়ে সব শাস্ত্র-মন্ত্র।
কোথায় তোমার দেখা পাই,
বদ্ধ ঘরের বাইরে যাই।

দুই.
ওগো প্রিয়,
তুমি আর কত দূর,
কত দূরে নিজেকে লুকাবে!
জান নাকি তুমি!
বসুমতি আলোকিত হয়
তোমারি নূরে!

এস প্রিয়ে,
আমায় সুপথ দেখাবে।
তোমার ফিরে আসার পথে
দিন-রাত শুধু চেয়ে থাকে।
তবুও এলে না হে মতি,
এ তোমার কেমন জ্যোতি!
ভাবি, এ তোমার ছলনা,
দিলে গো আমায় শুধুই যাতনা।

তিন.
আমার প্রিয়া,
বিশ্বাস কর, তোমায় ছাড়া
এক মুহুর্ত থাকেনি যারা,
মনে হয় যেন চারিদিক
করে শুধু ধিকধিক।
ওগো প্রিয়,
তুমি যে আমার সত্যের খনি
আমার নয়নের মনি।
তুমি আমার অন্তরেরও অন্তর
দেখি আমি শুধুই তোমারি অন্দর।

সত্যি বলতে কি প্রিয়,
তোমায় ছাড়া আমি
পাই নাতো কোন দিশা,
তুমি যে আমার আলো আশা,
তুমিই ভালবাসা।

নূর! / Light Of Preosi
Tuesday, November 21, 2017
Topic(s) of this poem: love and dreams
POET'S NOTES ABOUT THE POEM
Preosi
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asadullah Hassan

Asadullah Hassan

Sirajganj
Close
Error Success