Asadullah Hassan

Asadullah Hassan Poems

হে দেবী, তুমি কি জান?
আমি শুধু ভাবি আর গেয়ে যাই
তোমারি নামে ছড়া-গান।
খুঁজেছি তোমায় তপ্ত রোদে, শ্রমিকের ঘামে
...

হে অশান্ত দেবী,
তোমায় দু'হাত তুলে জোর মিনতি জানাই-
তুমি একটু শান্ত হও,
আমাদের প্রতি একটু সদয় হও।
...

আমার যত স্বপ্ন তোমায় ঘিরে,
তুমি যে আমার স্বর্গ দেবী হিরে।
তুমি আমার গন্ধরাজ ফুলের আসর,
তোমায় নিয়ে গড়িব স্বপ্ন স্বর্গ বাসর।
...

এক.
ওগো প্রিয়,
তোমারও পথ পানে চাহিয়া,
রব আমি হাজারও বছর ধরিয়া।
...

এক.
অনেক দিন পর আবার এসেছি
সেই যমুনারি তীরে,
যেই তীরটি লালিত হয়েছে
...

এক.
আমার প্রেয়সী,
আমি সদাই চেয়ে থাকি তোমারি আসায়,
আমি যে তোমায় নিয়েই ভাবি
...

এক.
আমার প্রেয়সী,
প্রতিদিনের মত আজও বলে যাই
তুমি ভাল আছ তো?
...

আমার প্রেয়সী,
আমি যেখানেই যাই সেখানেই পাই
তোমার ঐ দু'টি আখি,
সব কিছুতেই আজ আমি
...

এক.
আমার প্রেয়সী,
আমার যত ভাবনা আর আছে যত স্বপ্ন
সবই তোমায় ঘিরে,
...

এক.
আমার প্রেয়সী,
তুমি এত সুন্দর!
তাই তো সদাই চেয়ে থাকি
...

এক.
আমার প্রেয়সী,
তোমারও পানে পথ চাহিয়া
রব আর কতক্ষণ,
...

এক.
আমার প্রেয়সী,
তুমি তো জান-
বিধাতা তোমাকে দিয়াছে
...

এক.
চেয়ে থাকি যারে মনে প্রাণে,
পাই নাতো তারে আমি কোন খানে।
যতবারই যাই করিতে আপন,
...

এক.
ওগো প্রিয়,
এজীবনে যদি না পাই তোমায়,
আখিরাতেও তুমি হবে না আমায়।
...

এক.
আমার প্রেয়সী,
আকাশেতে মেঘ
গুড়িগুড়ি বৃষ্টি,
...

এক.
ওগো প্রিয়,
এই তো সেদিন ভোরে
দেখি আমার দু'নয়নে,
...

এক.
আমি এমনই একটা মেয়ে চাই
যার হাসিতে ফোটে ফুল,
আর তাকে দেখলেই
...

আশায় আশায় বুক যে ভরা
ক্ষণ এই জীবনে,
তোমায় পেয়ে ধন্য হলাম
ক্ষুদ্র এই ভূবনে।
...

গাছেরা পায় নিদারুণ এক দু: খ,
আসে যখন ইহলিলা সংবরণময় শীত,
দিনগুলো হয়ে যায় রুক্ষ।
...

ঐ যে নীল দিগন্তে
কালো মেঘের ঘনঘটা,
এখনি বুঝি
জলদেবীর রুদ্রময়ী ইশারায়
...

Asadullah Hassan Biography

He was born in a small village of Bangladesh, Natuarpara in 1990. At present, He is a lecturer in a School & college in Dhaka. He is a Modern Love Poet. He is an M.A. (English) . He started writing poems when he was in class Seven at the age of 11 in 2001. His first poem is Ovishap. One night he saw a fairy like woman in his dream and fell in love with her. He was very much inspired by that fairy like girl and started to write poem by the name Debi, Preosi, Goddess, Beloved such as. Some of his poems were published in the daily newspapers and magazines. 'Preosi' is now waited for publication as his first poetry work as soon as possible.)

The Best Poem Of Asadullah Hassan

পবন দেবী/ Goddess Of Air

হে দেবী, তুমি কি জান?
আমি শুধু ভাবি আর গেয়ে যাই
তোমারি নামে ছড়া-গান।
খুঁজেছি তোমায় তপ্ত রোদে, শ্রমিকের ঘামে
আর শীতল হাওয়ায়,
দিনের গগনে অশান্ত ঢেউ খেলে
রুদ্রময়ী পবন হারিকেন জ্বেলে-
দিগন্ত পেরি ছুটে চলিছে এ ধরায়।

হঠাৎ চারিদিক শোঁ-শোঁ, শম-শম
আর মানুষের আর্তচিৎকার,
হারিকেনের থাবায় তছনছ করে
সব নিয়ে গেল ভাসি!
চোখ মেলে দেখি চারিদিক ফাঁকা
জল আর জল আমায় ঘিরে-
পবন দেবী ফেলিছে আমায়
কোন এক অজানা দ্বীপ তীরে!

Asadullah Hassan Comments

Asadullah Hassan Quotes

*মানুষেরি গঠনে ভাই মানুষ চেনা দায়, এই মানুষতো সেই মানুষ নয় আমার বিবেক কয়। *অবুঝ থেকো না বন্ধু তোমায় বলি তাই শুন, মানুষ হয়রে সেই জনাতে যার শুন্য কাম-পাপ-মন।...........

Asadullah Hassan Popularity

Asadullah Hassan Popularity

Close
Error Success