আকাল Poem by Madhabi Banerjee

আকাল

আকালঃঃ মাধবী বন্দ্যোপাধ্যায়
সুকান্ত তুমিতো লিখেছিলে
প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে
দানবের সাথে আজ সংগ্রামের তরে
রবীন্দ্রনাথের প্রতি বলেছিলে
"আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়
আমি এক দু্র্ভিক্ষের কবি
তুমি বিশ্বাস করেছিলে
"শান্তির ললিতবানী শোনাইবে ব্যর্থ পরিহাস"
তবুও তুমি রবি কবির বানী উপেক্ষা করতে পারনি
জঠরের নিশব্দ ভ্রুকুটি উপেক্ষা করেছ নির্ভয়ে
শোনো কবি সুকান্ত
আমাদের কালে আকালের দিন শেষ হয়নি
এখোনো আকাল জীবনে সমাজে সর্বত্র বিরাজমান
এখন এখানে শিক্ষার আকাল শিল্পে আকাল সংস্কৃতিতে আকাল
নেতা নেত্রীর সৃষ্ট এ আকালের শেষ কোথায় এই দেশে?

READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success