মানুষের কাছে ওছিলা করতে বাধা নেই/ Manusher Kase Osila Korte Badha Nei Poem by Rhymer Rhymer

মানুষের কাছে ওছিলা করতে বাধা নেই/ Manusher Kase Osila Korte Badha Nei

অলীগণের নিকট কিছু চাওয়াঃ
ওলি গণের কাছে কিছু চাইলেই তা শিরিক হয়ে যায় না
কারণ আল্লাহ বলছেন মুমিন ব্যক্তির হাত আমার হাত, মুমিন ব্যক্তির পা আমার পা,
মুমিন ব্যক্তি আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফেলতে পারবে না
তাই একজন সাধারণ লোক যদি কোন মুমিন ব্যক্তির কাছে কিছু চায় তাহলে আল্লাহর কাছেই চাওয়া হচ্ছে
ধরুন আমার মায়ের কাছে ভাত খেতে চাইলাম,
মা ভাতও দিলেন আমিও খেলাম,
রিজিকের মালিক আল্লাহ, আল্লাহই খাওয়াচ্ছেন,
কিন্তু মা ভাত রান্না করে কষ্ট করে আমাকে খাওয়াচ্ছেন
সেখানে মা ওছিলা মাত্র ।
আমরা তো মার কাছেই খেতে চাই,
সরাসরি আল্লার কাছে তো বলি না ।
সেখানে ওলীগণ মায়ের দায়িত্ব পালন করেন
কেউ কিছু চাইলে, ওলি আওলীয়াগণ আল্লাহর দরবারে ফরিয়াদ করেন
আল্লাহর প্রিয় ব্যক্তির কথা আল্লাহ ফেলতে পারেন না ।
হ্যাঁ, আমরা আল্লাহর কাছেও সরাসরি চাইতে পারি
কিন্তু সেটা কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম
তার জন্যই ওছিলা মাধ্যমে চাওয়া।

সংগৃহীত

Sunday, May 20, 2018
Topic(s) of this poem: reasoning
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success