কতো কতো বছর - Many Many Years! (Language: Bengali) Poem by banamala sen

কতো কতো বছর - Many Many Years! (Language: Bengali)

তোমার সঙ্গে দেখা হয়নি বহু বহূ দিন,
তোমার সঙ্গে কথা হয়নি কতো কতো যুগ,
তবু যখন আবার হলো দেখা,
মনে হলো - তুমি তো নও অচেনা!


কেন মনে হলো
বছরগুলো কিছুই নয় -
কতো বছর - পঁচিশ, তিরিশ?
একশো বছর পরেও যদি দেখি তোমায়,
একটুও তো ভুল হবে না চেনায়!

একশো বছর পরে,
কে জানে আমরা জন্ম নেবো কোথায়!
আসবো ফিরে ছোট্ট সেই গ্রামে,
না বাঁধবো বাসা এক নদীর ধারে,
বনের মাঝে বটের তলে,
না সাগরপারে দূর দূরান্তরে!

হয়তো জন্ম নেবোই না,
হয়তো এই আমাদের এক হয়ে যাওয়া!

Monday, August 19, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success