আগুন জ্বলেরে নিভাবার মানুষ নাই/ Mental Stress And Burning Poem by Rhymer Rhymer

আগুন জ্বলেরে নিভাবার মানুষ নাই/ Mental Stress And Burning

কাইজার বেলায় আছে মানুষ
মিলের বেলায় নাই...।
কোথায় কোথায় আগুন জ্বলে
অন্তরে কঠিন আগুন
জাহান্নাম এর কিছু উপলব্দি
অন্তরের দাউ দাউ আগুন
হিংসুক গুলোর হিংসার আগুন
কামনার আগুন
ঈর্ষার আগুন
হিংসার আগুন
সন্দেহের আগুন
প্রেমের আগুন
ভণ্ডামির আগুন
অনেকে এসব আগুনে জ্বলে পুড়ে যায়
আগে মানুষ গায়ে পড়ে নিভিয়ে দিতো
সাবধান এখন সেই মানুষ কমে যাচ্ছে
সবাই কর্ম বেস্ত শুধু কিছু ভালো মনের পাগল ছাড়া

অন্তরের আগুনে আমি তুমি সমাজ পুড়ে যাচ্ছে ভিতরে ভিতরে
পেটের আগুন নয় ভাই মনের আগুন যা আস্তে আস্তে সব ছাই করে দেয়
পুড়তে পুড়তে অনেকেই কবর পর্যন্ত পৌঁছে যাবে কিন্তু পোড়া শেষ হবে না
বাঁচার উপায় অন্তরের পবিত্রতা অর্জন
আর সুস্থ ধীর স্থিরতার অন্বেষণ
যাদের অন্তর পবিত্র তাদের পদাংক অনুসরণ
নাকি বই পড়ে নিজেই মাস্টার হয়ে যাওয়া
তাতে জাহেরি জ্ঞান লাভ হয় কিন্তু মনরোগ সারে না
অন্তরের অজু দরকার যা দেহের থেকে অনেক বেশি শক্তিশালী
দেহ আর মনের অজু মিলে হয় প বিত্র তা
দুয়ে মিলে এক না হলে জাহান্নাম মন দিয়েই শুরু...
ভাই মানলে তাল গাছ আর না মানলে......।।

Saturday, November 17, 2018
Topic(s) of this poem: mental illness,stress
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success