সত্য অথবা মিথ্যা (Nature Of Truth) Poem by Arun Maji

সত্য অথবা মিথ্যা (Nature Of Truth)

Rating: 5.0

মিথ্যে বড় মায়াময়ী গো, মিথ্যে বড় মায়াময়ী।
তার- ডাগর ডাগর চোখ, উঁচু উঁচু বুক, ভরা নিতম্ব,
খোলা থলথলে লাভি, বুকের অন্তর্বাসের নিচে
ভুরভুরে আতরের গন্ধ। আবালবৃদ্ধ বনিতা,
সবাই তাই মিথ্যের বুকে হুমড়ি খেয়ে পড়ে।

সত্য একে বিশ্রী, তার উপর মুড়ো ঝাঁটা হাতে আসে।
একে মুখরা, তার উপর- মানুষের গালে সে, কষিয়ে
থাপ্পড় মারতে ভালোবাসে। মানুষের আন্ডারপ্যান্ট
খুলে নিয়ে, "আহা কি আনন্দ" গাইতে গাইতে, সে
মানুষকে টিটকিরি করতে ভালোবাসে। মানুষের সঙ্গে
সত্যের তাই অহি-নকুল সম্পর্ক।

মিথ্যে যে যত বলে, মানুষ তাকে তত বেশি পূজা করে
সত্য যে যত বলে, মানুষ তাকে তত বেশি ঘৃণা করে।

© অরুণ মাজী
Painting: JWG

সত্য অথবা মিথ্যা (Nature Of Truth)
Thursday, August 2, 2018
Topic(s) of this poem: bangla,lie,lies,true,trust,truth
COMMENTS OF THE POEM
Arun Maji 02 August 2018

bhalo thakun dada. you are kind

0 0 Reply
Sheikh Shadi Marjan 02 August 2018

মিথ্যে বড় মায়াময়ী গো, মিথ্যে বড় মায়াময়ী হ্যাঁ মিথ্যা বড় মায়াবী। ভালো লাগলো । শুভেচ্ছা রইলো

1 0 Reply
Sheikh Shadi Marjan 02 August 2018

মিথ্যে বড় মায়াময়ী গো, মিথ্যে বড় মায়াময়ী হ্যাঁ মিথ্যা বড় মায়াবী। ভালো লাগলো । শুভেচ্ছা রইলো

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success