স্বেচ্ছাচারী আর আমিত্ব ওয়ালার ইবাদত কি/ No Prayer For A Whisical And Egoistic Poem by Rhymer Rhymer

স্বেচ্ছাচারী আর আমিত্ব ওয়ালার ইবাদত কি/ No Prayer For A Whisical And Egoistic

পথ চাও
ইবাদতে স্বাদ চাও
সঠিক ইবাদত চাও
মরে যাও
যারা মরে গেছে তারাই সঠিক
ধর্ম মূর্খের খোরাক না
মরা মানে
নিজকে ভুলে চলা
যতক্ষন নিজ আছে ততোক্ষণ প্রভু নাই
যখন নিজ নাই
তখন প্রভু মনের ভিতর আস্রয় পায়
এ পথে নিজ নাই
স্বাধীনতা নাই
অপ্রের অধিন সব
না হলে কক্ষনো নফসের ধোলাই হবে না
আমিত্ব থাকবেই
থাকবে কামনা বাসনা
যদি এমন কাওকে পাও
যাকে দেখলে অন্তর মনপ্রান এক হয়ে শ্রদ্ধা আর ভালবাসা দিতে চায়
সে কামেল মকাম্মেল অলি
তার হাতে হাত রেখে মরে যাও
সে গরে তুলবে
বিশ্বাস না হলে জগত বিখ্যাত আলেম রুমি কি করলো
আলেম হয়ে অনালের এক পাগলাটে লকের শিশ্য হলে ক্যান
তুলা ধূনা বুঝো
তা না হলে বিলীন /ফানা হবে কেমনে
তিনি জজবা /এশক দিবেন
আর তা তাওয়াজ্জুর /আগ্রহের ইচ্ছার ধাক্কায়
অন্তরে ঢুকাবেন
ইবাদত এত সহজ
আদব
খেদমত
আর মহব্বত
পীরে ফানা/ বিলীন হলে
আসবেন রাসুল সঃ
রাসুল স এ বিলীন হলে
তারপর আল্লাহ
এতোই সহজ
ইবাদত হচ্ছে না
কারন নফসের সাফাই/পরিচ্ছন্নতা হচ্ছে না
জাহিরি সুরত
বাতেনে দকানের হিসাব মিলায়

Tuesday, May 15, 2018
Topic(s) of this poem: thinking
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success