আর দেখা হলো না (Not Again) - Language: Bengali Poem by Malabika Ray Choudhury

আর দেখা হলো না (Not Again) - Language: Bengali

Rating: 5.0

আমি তোমাকে দেখেছিলেম একবার।
তুমি পরেছিলে একটি ঘন নীল শাড়ী, সাগরের ঢেউ দিয়েছে সেই রঙ,
তোমার চুল ছিল একটি বিনুনীতে বাঁধা, মনে পড়ায় বর্ষার কাজল-কালো মেঘ
তোমার মুখে নেই কোন প্রসাধন,
তোমার দেহে নেই কোন আভরন,
তুমি যেন অতল সমুদ্র থেকে উঠে এলে আমার সুপ্রিয়া!
শুধু আমারই জন্যে।

তোমাকে দেখে আমি চমকে গেলাম -
এতদিন ধরে আমি খুঁজছিলাম যাকে, আমার মনের মানসী,
যাকে আরাধনা করতে পারি সারা জীবন ভরে,
যাকে পেয়ে মনে হয় ধন্য আমার জীবন,
এই তো আমার সন্মুখে,
কিন্তু সে তো আমার নয়!

কোথায় লুকিয়ে ছিলে তুমি, বিশ্বের কোন প্রান্তে,
কেন হলো না দেখা তোমায়-আমায়,
আরব সমুদ্রের বালুকাচরে,
কেন হলো না দেখা থর মরুভূমির প্রান্তরে,
কেন তুমি এলে না আমার জীবনে একটি তারাভরা রাতে
সব অন্ধকার ঘুচিয়ে।

তুমি আমার জীবনের পরম প্রাপ্তি,
একবার, একবার দেখেছিলেম তোমাকে,
আর দেখা হলো না।

Thursday, December 13, 2018
Topic(s) of this poem: love,love and dreams,love and life
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 11 February 2020

তুমি আমার জীবনের পরম প্রাপ্তি, একবার, একবার দেখেছিলেম তোমাকে, আর দেখা হলো না। /// excellent poetic expression on life You you the love where my life my heaven my gods and goddesses are existed

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success