আমি প্রতিভায় বিশ্বাস করি না (On Training) Poem by Arun Maji

আমি প্রতিভায় বিশ্বাস করি না (On Training)

আমি প্রতিভায় বিশ্বাস করি না।
আমি বিশ্বাস করি "TRAINING"-এ। আমি বিশ্বাস করি সাহস আর ত্যাগে।

আমার যদি কোন দুর্বলতা থাকে, তা আমাকে সাহস করে স্বীকার করতে হবে।
তারপর আহার নিদ্রা ত্যাগ করেআমাকে"TRAINING"-এ ঝাঁপিয়ে পড়তে হবে।
কঠিন"TRAINING" করতে হবে। আমি দুর্বল হয়ে পড়বো, মুখ দিয়ে আমার রক্ত উঠবে,
আমি রাস্তায় সংজ্ঞাহীন হয়ে উল্টে পড়বো- এ রকম কঠিন "TRAINING"-এ আমি বিশ্বাসী।

"TRAINING"-ই আমার ঈশ্বর। "TRAINING"-ই আমার গুরু।
"TRAINING"-ই আমার সৌভাগ্য। "TRAINING"-ই আমার মুক্তির পথ।
© অরুণ মাজী

আমি প্রতিভায় বিশ্বাস করি না (On Training)
Saturday, March 24, 2018
Topic(s) of this poem: bangla,development,train,work
COMMENTS OF THE POEM
tapujajabar 17 August 2018

dada kabita na training er bigapan

0 0 Reply
Parijat mala 24 March 2018

Ekdom thik

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success