প্রেম জেনো এক রূপোর চিঠি/Prem Jeno Ek Rupor Chithi...৩... Poem by Rhymer Rhymer

প্রেম জেনো এক রূপোর চিঠি/Prem Jeno Ek Rupor Chithi...৩...

সত্য আসলে কি
যা মিথ্যে নয় তাই কি
আলো আছে তাই আঁধার
ভালো আছে তাই মন্দ
আসল সত্য কি
উপলব্দি বলে এটা একটা চলমান বাস্তবতা
উপলব্দির স্তানিক আর কালিক সত্ততা নেই
সত্য দুনিয়াকে বেষ্টন করে আছেন
তিনি চলমান উপলব্দিতে
রুপের হাটে রুপের শেষ নেই
সত্য তার অপরূপ উপ্লব্দির বাইরে
এই বাহির রূপটাই জাত আল্লাহ
এই জাত বা সত্য সীমিত উপলব্দির বাইরে
ধ্যান খেয়ালে লব্দ জ্ঞান উপলব্দির বাইরে
সত্য আসে প্রেরিত পুরুষদের মধ্য দিয়ে
আকাশে বাতেসে পাথরে আর পাহাড়ে মন কাকে খোঁজে
উপরুপ ইন্দ্রিয় দ্বারা পাবে না
সত্য নিজেকে ভালবেসে নিজের রুপ নিজে দেখতে চাইল
একটা আধার সৃষ্টি করলো মুহব্বতের নুর
নুর ই মুহাম্মদি সঃ...।।

(reading the conversation of a wali))

Wednesday, September 19, 2018
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success