প্রথম দিন ২০১৯ সাল /Prothom Din 2019 Sal Poem by Rhymer Rhymer

প্রথম দিন ২০১৯ সাল /Prothom Din 2019 Sal

আজ এই দিনটা
১৮ পৌষ ১৪২৫, ২৪ রবিউসসানি ১৪৪০, ১লা জানু ২০১৯!
সুস্থতা >>>
সুন্দর মানসিকতা >>>>
আর দরকার ঃঃ
>>>> মানবিকতা >>>>! !


প্রচণ্ড পটকাবাজী চলেছে রাতে...
যাই হোক নতুন ইংরাজি বছর...
জ্ঞানের পথে সবাই আছেঃ আর থাকুনঃ
রাতের আঁধারে সাপ দড়ি ভেবে পদাঘাতঃ
সেও জ্ঞানী
একটু পরখ করে বলে দড়িঃ
সেও জ্ঞানী
সবাই জ্ঞানী
তাহলে পাগল
কারা? ?

সুখ দুঃখ হাসি কান্নার মাঝে
জীবন চলছে আর চলবেই
কষ্ট আছে...। হবে......।। আর থাকবেই! !
হতাশা নয় চেষ্টা...।
কত কষ্টে আছে ফিলিস্তিনের ভাই বোনেরা
কত কষ্টে আছে সিরিয়ার লোকজন...
((শান্তনা))

আজ খফি লতিফার কথা লিখছিঃ
কপালের সিজদার জায়গাটার নাম খফি লতিফা
এর রঙ চমকানো কালো
এতে নিয়তে করলে আসে অরার ফায়েজ
অরাতে আল্লাহ আল্লাহ জিকির জারি করাতে হবে
অরা মানে আলাদা দরোজার পরহেজগারি
এই শ্রেণীর পরহেজগাররা মাক্রু, মুবাহ এমন কি সন্দেহ যুক্ত হালাল জিনিস ও পরহেজ বা এড়িয়ে চলে
সাইয়িদুনা ঈসা আঃ এর কদম মুবারক থেকে এই ফায়েজ আসবে
তার হাল হাকিকত কাইফিয়ত আস্তে আস্তে জারি হবে আপনার জীবনে
আল্লাহর কাছে বেশী পছন্দের বান্দা তারা যারা পরহেজগার
ধনে জ্ঞানে সুরতে আর মানে নয় ব্রং এইভাবেই নাকচেপ্তা ঠোঁট মোটা আর অসুদ্ধ আরাবি জানা বেলাল হলেন বেহেস্তে হুজুর সঃ এর সঙ্গি
বেহেস্তে আমি আমার আগে বেলালের পায়ের আওয়াজ শুনে অবাক হই / হুজুর সঃ

"আমারও সেই হাল হয়ে যাক/নিজেকে চেষ্টা করতে হবে/ আর যে চায় সে পায় /
যে আল্লাহর অলি হতে চায় সে হয়ে যায়".. আলহাজ হজ্রত শাহ সুফি ছাইফুল মালেক মাদ্দা জিল্লুহুল আলী.

"ইন্না আক্রামাকুম ইন্দাল্ললাহি আতক্কাকুম"
"নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ঐ বেক্তি যিনি সর্বাধিক মুত্তাক্কি / পরহেজগারি "
কম খাওয়া কম ঘুম কম মেলামিশা বিশাল এক বাহ্যিক লক্ষণ
জুনায়িদ বাগদাদি রঃ এর ৪০ দিন এলহাম বন্দ ছিল শুধু মাত্র একটা সন্দেহ যুক্ত খেজুর খাওয়ার কারণে
আবু সালেহ জঙ্গি মুসা রঃ এর ১২ বছর পরের গোলামী করতে হয়েছে পানিতে ভাসমান এক্তা ফল খয়ার দায়ে
আর ডাল রান্নার সময় আকাশ থেকে একটা পেয়াজ ডালে পড়ার কারনে পুরো ডাল ফেলে দিলেন রাবেয়া বছ্রি রাঃ
" ইন্নি আখাফুল্লাহ "
" নিশ্চয় আমি আল্লাহ কে ভয় করি"

Monday, December 31, 2018
Topic(s) of this poem: day,day of reconciliation
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 31 December 2018

Day of New Year dew of new year's dawn calls to eternity calls for world brotherhood leaving glittered happiness of wastage aristocrat to save the world brotherhood and humanity

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success