রুপান্তর /Rupantor Poem by Rhymer Rhymer

রুপান্তর /Rupantor

Rating: 5.0

শুয়া পোকার মতো
খাবো আর পুষ্ট করবো
তবে কে হবে রঙ্গিন প্রজাপতি
মেটামোরফোসিস বা রূপান্তর
শুয়া পোকা ধীরে ধীরে খোলসের ভিতরে ঢুঁকে যায়
তারপর রঙ্গিন প্রজাপতি
ডানা মেলে দেয়
ফুলে ফুলে মধু খেয়ে ঘোরা ঘুরি
কখনো নীল আকাসের মায়াবী হাতছানি
এই সুখের পিছনে নিরন্তর সাধনা
মানুষ সাধনার নাম
পশু অবস্থা থেকে কামিল ইন্সান
প্রথম স্তরে ষে শুয়া পোকার মতো
খায় আর ঘুমায়
তারপর উপলব্ধি তে এসে
লতিফার খোঁজ পায়
সে খোলস পড়ে সাধনায় লেগে যায়
লতিফা গুলি চিনে তার পাকসাফে লেগে যায়
ঐ বন্দরগুলু পরিচ্ছন্ন হলেই
মানুষের রিপুর নিয়ন্ত্রন আসে
আস্তে আস্তে ইন্সান হতে থাকে
পথে তার সাহায্যকারী কামিল ইমানদার
...এক দামি জায়গা দুনিয়া
এখানে বসেই মানুষ নাফসে চিনলো
আর সাথেই চিনলও তার রাব কে
তাই...বলা হয় আখেরাতের ফসলের মাঠ
ফসল না ফলালে কি কাটবেন হাশরে
নিজেকে তৈরি করতে হবে
পশু থেকে মানুষ হতে হবে

Thursday, November 22, 2018
Topic(s) of this poem: changes
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 23 November 2018

the insight- a holy harem for GOD in the system of metamorphism! // nice

1 0 Reply
Rus Mer 23 November 2018

thank you for reading the write up

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success