বড় আমি র খোঁজে / Search The Big Soul Poem by Rhymer Rhymer

বড় আমি র খোঁজে / Search The Big Soul

Rating: 5.0

সাধক কেন বলে " বড় আমির খোঁজে থাকো"
কেই বা এ যুগে সাধক আর কোন জিনিসের খোঁজ! !

আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না
বাবা বল তবে, পুতুলের কি দোষ! !
তোমার ভিতরে সঞ্চারিত আছে "আম্রে রাব্বি"
আল্লাহর অস্তিতের একটা অংশ।

সব সৃষ্টির কাজ নির্দিষ্ট
কিন্তু মানুষ ইচ্ছার অধীন।
সে দুটো সত্ত্বার উপর নির্ভর করে
দৈহিক সত্ত্বা তথা নফস বা পশু শক্তি
আল্লাহর সত্ত্বা বা আম্রে রাব্বি
একটি মঙ্গলের দিকে
অন্য টি অঙ্গলের দিকে ডাকে।
আদম ইচ্ছে করে যে কোন পথ বেছে নিতে পারে
সে যে সাধনা করে সেই পথ খুলে যায়।

বাবা, এই সাধনাটা কি?
শোন বাছা, মানুষ তার নফসের ক্ষতিকারক প্রভাবকে
সাধনা দ্বারা নিজতেজ করে বশে আনে
যে নফস চরম স্বেচ্ছাচারী তা দীর্ঘ দিনের অত্যাচারের ফল! !
জুলুম করে তাকে বদ বানানো হয়েছে...
আদম তাকে বশে এনে চরম মঙ্গল অর্জন করে ফেলতে পারে! !
আর আছে প্রতি পলে পলে দ্বন্দ্ব মনের ভিতরে
নিয়ন্ত্রন করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে
খাঁদে পড়ে যেতে পারে সাধক...
তাই আমার প্রভুর দরকার
আমার প্রভুই আমার বড় আমি
যারা এই বড় আমি কে বশে এনেছে
সাধক তার চরণে থেকে সাধনা করে
............।।

সে কথা কয় কিন্তু দেখা দেয় না;
যাদের সাথে দেখা হয় তাঁরা কামেল সাধক! !
আমি সর্বস্ব আমরা সবাই
বড় আমি কে না চিনে বড়াই;
যারা দুনিয়াতে অন্ধ তারা পরকালেও অন্ধ থাকবে;
আমার সেই বড় আমির খোঁজে যারা পাগল
তাঁরাই বেহেস্তি;
বড় আমিকে ছেড়ে যারা আমিত্তের বড়াই করে
তারা দুনিয়া থেকেই দোজখি ।

Monday, October 29, 2018
Topic(s) of this poem: soul
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 30 October 2018

So, lets, we discover this SELF on the sake of GOD /// nice writings

0 0 Reply
Rus Mer 30 October 2018

so nice comment n eagerness

0 0
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success