রামধনূর সাত রঙ (Seven Colours Of The Rainbow)- Language: Bengali Poem by banamala sen

রামধনূর সাত রঙ (Seven Colours Of The Rainbow)- Language: Bengali

কতো রঙ আছে আকাশে?
কতো সুর আছে বাতাসে?
কতো ফুল আছে বাগানে?
কতো গান আছে মোর মনে?


রঙগুলো খেলা করে আকাশে!
রামধনূর সাত রঙ আমার মনে ভাসে!
ঘন নীল মেঘ বয়ে আনে কতো সুর,
কতো স্মৃতি, কতো প্রেম, আবেগে মধুর!


কে যেন স্বপনের তুলি দিয়ে,
ছবি আঁকে বিভোর হয়ে,
সকালের আলো, গোধূলির মায়া, দিবসের শেষ,
রোদ-ঝলমল দিন, কালো-কাজল মেঘ,
পাখীরা ডানা করে, নিয়ে যায় সেই রঙ সুদূরে,
ছড়িয়ে দেয় ভুবন ভরে,
তোমার-আমার হৃদয়ে, তোমার-আমার জীবনে।


রঙগুলো পড়ে ছড়িয়ে
প্রান্তর থেকে প্রান্তরে,
মিলে-মিশে একাকার হয়ে যায়,
মনের প্রানের গভীরে।

Tuesday, December 18, 2018
Topic(s) of this poem: nature
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success