সর্ব্বগ্রাসী (Sorbbograsi) Poem by Arun Maji

সর্ব্বগ্রাসী (Sorbbograsi)

Rating: 5.0

নারী ঘন অন্ধকার তুমি।
কেবল তোমাকে ছাড়া
আর কিছুই দেখা যায় না।
অথচ জীবনকে
নেড়ে চেড়ে ভালো করে দেখবো বলে
কৈশোরেই
বুকে তোমার আয়না রেখেছিলাম।

অথচ আজ কেবল
তোমার সুডোল সুউচ্চ স্তনবৃন্তই দেখি
আয়নায় নিজেকে দেখি না।

কোথায় গেলো আমার সাধের আয়না
হে নারী?
হারিয়েছি আয়না?
অথবা হারিয়েছি নিজেকে?

নারী ঘন কুয়াশা তুমি।
কেবল তোমাকে ছাড়া
আর কিছুই দেখা যায় না।
অথচ নিজেকে ভালো করে চিনবো বলে
চোখে তোমার সূর্য রেখেছিলাম।

অথচ আজ কেবল
চোখে তোমার উদ্দাম যৌনতার আমন্ত্রণ দেখি
সূর্য দেখি না।

কোথায় গেলো আমার সাধের সূর্য
হে নারী?
হারিয়েছি সূর্য?
অথবা হারিয়েছি চোখ?

হারিয়েছি চোখ
হারিয়েছি আপন সত্তা।
আজ তোমাকে ছাড়া
আর কিছুই দেখা যায় না।
এতো সর্ব্বগ্রাসী সর্ব্ববিধ্বংসী
তুমি কবে হলে নারী?

© অরুণ মাজী
Painting: Hemen Majumdar

সর্ব্বগ্রাসী (Sorbbograsi)
Saturday, January 6, 2018
Topic(s) of this poem: desire,lust,woman
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success