তৃপ্তির দীপ্তি (The Heart's Contentment) Poem by Abu Sayeed

তৃপ্তির দীপ্তি (The Heart's Contentment)

ভালোবাসি আছে যত পর্বত
আর ভালোবাসি উজ্জ্বল সূর্যালোক।
ভালোবাসি রাতে আকাশের তারা
নিশিতে নৌকায় যাত্রা।

ভালোবাসি সমগ্র পৃথিবীকে
হাওয়ায় ভেসে ভেসে
সুউচ্চ স্থানে অবতরণ
যেখান থেকে তাকালে জুড়ায় নয়ন।

ভালোবাসি অনাগত ভবিষ্যত
হাতছানি দেয় যা
শিক্ষানবিশদের কাজের মারফত
আর ভালোবাসি মানবজাতির মহাশূন্যে পাড়ি।

ভালোবাসি পুরো ধরণীকে
কোমর অবধি জলাশয়ে গা ভাসাতে
এমন জায়গায় যেখানে আগে যাইনি!

চরে কোন এক সুউচ্চ পর্বত চূড়ায়
ভালোবাসি তাকাতে মসৃণ আকাশ সীমায়।

ভালোবাসি বড় বড় শ্বেত সামুদ্রিক হাঁস
সাদা হাঙর যখন লাফিয়ে করতে চায় গ্রাস
আর ভালোবাসি মহাসমুদ্রে জেগে উঠা দ্বীপ।

ভালোবাসি এই গ্রহটাকে
দাঁড়িয়ে কোন এক সমুদ্রতটে
ভিনগ্রহে ঝরে পড়া উল্কাপাতের মতো
ভালোবাসি একে অনুসরণ করতে।

ভালোবাসি সারা বসুন্ধরা
এটা এমনই এক শান্তিধারা
'এ ভূবন সত্যি অসাধারণ।'

Friday, January 22, 2021
Topic(s) of this poem: natural,metaphor
POET'S NOTES ABOUT THE POEM
It's a metaphor poem
COMMENTS OF THE POEM
Close
Error Success